AIDYO

protest: ‘দুয়ারে মদ’ কেন, প্রতিবাদ, গ্রেফতার

সরকারি পদক্ষেপ ও পুলিশের আচরণের বিরুদ্ধে আজ, বুধবার রাজ্য জুড়ে প্রতিবাদ এবং ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ডিওয়াইও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ০৭:১৪
Share:

মদ পৌঁছে দেওয়ার প্রকল্প বাতিল এবং মদ নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভে নামল ডিওয়াইও।

রাজ্য সরকারের দুয়ারে মদ পৌঁছে দেওয়ার প্রকল্প বাতিল এবং মদ নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভে নামল ডিওয়াইও। বৌবাজার থেকে মঙ্গলবার প্রতিবাদ মিছিলের নেতৃত্বে ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক মলয় পাল ও রাজ্য সভাপতি অঞ্জন মুখোপাধ্যায়। এর পরে আবগারি দফতরের সামনে অবরোধ করে বিক্ষোভ শুরু হলে পুলিশ প্রায় ৫০ জনকে গ্রেফতার করে। ডিওয়াইও নেতৃত্বের অভিযোগ, আধিকারিকেরা তাঁদের কোনও সুদত্তর দেননি। সরকারি পদক্ষেপ ও পুলিশের আচরণের বিরুদ্ধে আজ, বুধবার রাজ্য জুড়ে প্রতিবাদ এবং ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ডিওয়াইও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement