Durga Puja

পুজোর ধন্যবাদ মিছিলে দলমত নির্বিশেষে সকলকে আহ্বান মুখ্যমন্ত্রীর, কোন পথ খোলা-বন্ধ জেনে নিন

দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। তাদের ধন্যবাদ জানিয়ে বৃহস্পতিবার পদযাত্রা। গোটা শহরে কড়া নিরাপত্তা। মোতায়েন থাকবেন ৩০০০ পুলিশকর্মী। দলমত নির্বিশেষে সকলকে আহ্বান মমতার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২২ ১৬:০৩
Share:

মুখ্যমন্ত্রী জানান, দুর্গোৎসব এ বার এক মাস আগেই শুরু হয়ে যাচ্ছে। —ফাইল ছবি।

রাজ্য জুড়ে বৃহস্পতিবার দুর্গাপুজোর ধন্যবাদ মিছিল। মূল পদযাত্রা হবে কলকাতায়। দলমত নির্বিশেষে সেই পদযাত্রায় সকলকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সে জন্য একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে কলকাতা পুলিশ। শহরে মোতায়েন থাকবেন তিন হাজার পুলিশকর্মী। একাধিক রাস্তা সাময়িক ভাবে বন্ধ থাকবে। শহরের বেশ কিছু বেসরকারি স্কুলে ক্লাস হবে অনলাইনে। কিছু স্কুল সময়ের আগেই ছুটি দেওয়া হবে।

Advertisement

গত বছর দুর্গাপুজোকে ‘ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’র তালিকায় স্থান দিয়েছে ইউনেস্কো। তাদের ধন্যবাদ জানিয়েই বৃহস্পতিবার ওই পদযাত্রার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টোর সময় জোড়াসাঁকো থেকে শুরু হবে পদযাত্রা। সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ওই পদযাত্রা শেষ হবে রেড রোডে।

বৃহস্পতিবার সাময়িক ভাবে বন্ধ থাকবে কিছু রাস্তা। গ্রাফিক্স: শৌভিক দেবনাথ।

বুধবার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দুর্গোৎসব এ বার এক মাস আগেই শুরু হয়ে যাচ্ছে। বৃহস্পতিবারই ইউনেস্কোকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠান শুরু করব। ক্লাব কমিটি-সহ সকলকে ধন্যবাদ জানিয়ে মিছিল হবে। বেলা ২টোর মধ্যে সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। যাঁরা হাঁটতে ইচ্ছুক, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে চলে আসুন। বিশ্ববন্দিত রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি ছুঁয়ে শুরু হবে মিছিল।’’

Advertisement

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সাতটি ওয়ার্ডের মধ্যে দিয়ে মিছিল শেষ হবে রেড রোডে। যাঁরা হাঁটতে পারবেন না, রেড রোডে বসার জন্য চেয়ার থাকবে। রোদ থাকলে ছায়াতেও চেয়ার থাকবে। তাঁর কথায়, ‘‘আলাদা করে কাউকে বলতে পারব না, সকলের জন্য রইল আমন্ত্রণ। দলমত নির্বিশেষে পায়ে পায়ে পা মেলাবেন, ঢাকের সঙ্গে, ধামসার সঙ্গে, শঙ্খের সঙ্গে, সর্ব ধর্ম, সর্ব বর্ণ, সর্ব জাতি সকলকে আমন্ত্রণ জানাব। কারণ ধর্ম যার যার, উৎসব সবার।’’

লালবাজার সূত্রে খবর, শহরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের নেতৃত্ব দেবেন ২২ জন ডেপুটি কমিশনার (ডিসি), ৪০ জন অ্যাসিসট্যান্ট কমিশনার (এসি)। প্রত্যেক জোনে নেতৃত্বে দেবেন ডিসি পদমর্যাদার পুলিশ আধিকারিক। তাঁদের সাহায্য করবেন এসি। গিরিশ পার্ক থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত থাকবে ৫৫টি পুলিশ পিকেট। তিনটি কুইক রেসপন্স টিম, ন’টি পিসিআর ভ্যান, ১১টি হেভি রেডিও ফ্লায়িং স্কোয়াডস মোতায়েন থাকবে।

পদযাত্রার জন্য বৃহস্পতিবার বেশ কিছু রাস্তা বন্ধ থাকবে। উত্তর কলকাতায় যেতে হলে বেন্টিঙ্ক স্ট্রিট, রবীন্দ্র সরণি, স্ট্র্যান্ড রোড ধরতে হবে। স্ট্র্যান্ড রোডে বৃহস্পতিবার পার্কিং থাকবে না। দুপুর ১টা থেকে ৪টে পর্যন্ত বন্ধ থাকবে সেন্ট্রাল অ্যাভিনিউ। বৃহস্পতিবার ২৪ ঘণ্টা বন্ধ থাকবে রেড রোড। হাওড়া যেতে হলে ধরতে হবে স্ট্র্যান্ড রোড। শিয়ালদহগামী বাস এজেসি বোস রোড বা এপিসি রোড ধরবে। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি বুঝে ট্রাফিকের অভিমুখ ঘোরানো হবে।

সাউথ পয়েন্ট স্কুলে বৃহস্পতিবার অনলাইনে ক্লাস চলবে। গোখেল মেমোরিয়াল গার্লসে পঠনপাঠন চলবে দুপুর ১টা পর্যন্ত। মহাদেবী বিড়লা ছুটি হবে দুপুর ১২টায়। ডিপিএস রুবি পার্ক, রামমোহন মিশনে সূচির কোনও পরিবর্তন হয়নি।

সরকারি স্কুলে ছুটি থাকবে কি না, সেই নিয়ে এখনও সংশয় রয়েছে। নেতাজি ইন্ডোরে এই ধন্যবাদ যাত্রা নিয়ে বৈঠকের সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন, দুপুর ১২টার পর স্কুলগুলিতে যেন ছুটি দেওয়া হয়। যদিও শিক্ষা দফতর এই নিয়ে কোনও বিজ্ঞপ্তি দেয়নি। ফলে বোর্ড বা কাউন্সিলও এই নিয়ে বিজ্ঞপ্তি জানায়নি। সরকারি স্কুলগুলিতে ২৯ অগস্ট থেকে শুরু হয়েছে দ্বিতীয় অভীক্ষার মূল্যায়ন। চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। ফলত স্কুলগুলি ছুটি থাকবে কি না, সংশয় তৈরি হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement