Alokeranjan Dasgupta

প্রয়াত কবি অলোকরঞ্জন

শ্রেষ্ঠ কবিতার উৎসর্গে লেখেন, ভগবানের গুপ্তচর মৃত্যু এসে বাঁধুক ঘর/ ছন্দে, আমি কবিতা ছাড়ব না'! যা একদা উস্কে দিয়েছিল বহু বাঙালির কবিতা লেখার আবেগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২০ ০৩:২০
Share:

বহু বাঙালির কবিতা লেখার আবেগ একদা উস্কে দিয়েছিলেন অলোকরঞ্জন। —ফাইল চিত্র।

কবি অলোকরঞ্জন দাশগুপ্ত মঙ্গলবার রাতে প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৮৭ বছর। গত চার দশক ধরে জার্মানির বাসিন্দা কবি স্থানীয় সময় রাত ন’টা নাগাদ প্রয়াত হন। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এ দিন তাঁর বন্ধু এলিজাবেথ ফোনে এ খবর জানান।

Advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগ থেকে হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতে গিয়েছিলেন অলোকরঞ্জন। বৈদগ্ধ্য আর সৃষ্টির আশ্চর্য সমন্বয় তাঁর জীবন জুড়ে। শ্রেষ্ঠ কবিতার উৎসর্গে লেখেন, ভগবানের গুপ্তচর মৃত্যু এসে বাঁধুক ঘর/ ছন্দে, আমি কবিতা ছাড়ব না'! যা একদা উস্কে দিয়েছিল বহু বাঙালির কবিতা লেখার আবেগ।

আরও পড়ুন: অনন্ত নক্ষত্রবীথি তুমি, অন্ধকারে

Advertisement

আরও পড়ুন: চরিত্র বদল ঘটেছে, কিন্তু অধ্যবসায় একই

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement