PMAY

‘আবাস দুর্নীতির দায় বিজেপির’

বিজেপিকে দুষে পুলকের অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয় মানতে না পেরেই বিজেপি নানা ভাবে এই রাজ্যের প্রতি বঞ্চনা করছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ ০৬:০৮
Share:

আবাস দুর্নীতি: কেন্দ্রের বিজেপি সরকারকে দুষলেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়। ফাইল চিত্র।

আবাস প্লাসের তালিকা নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তার জন্য কেন্দ্রের বিজেপি সরকারকেই দুষলেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়। মঙ্গলবার হাওড়ার মহেশপুরে এক সাংবাদিক সম্মেলনে পুলক বলেন, ‘‘২০১৮ সালে কেন্দ্রের বিজেপি সরকারই সমীক্ষার ভিত্তিতে আবাস প্লাসের খসড়া তালিকা তৈরি করে। চার বছর পর তারা এই প্রকল্পে টাকা দেওয়ার কথা ঘোষণা করে। সেটা করার আগে তারা ফের একটি সমীক্ষা করার সিদ্ধান্ত নেয়। এর জন্য তারাই শর্ত বেঁধে দেয়।’’ তিনি জানান, সেই শর্ত মেনেই রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা চূড়ান্ত তালিকা করেন। কিন্তু তাতেও দেখা গিয়েছে, বহু যোগ্য মানুষ বাদ পড়েছেন। পুলকের দাবি, ‘‘এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকারই। আমাদের দল এই প্রক্রিয়ার সঙ্গে কোনও ভাবে যুক্ত নয়।’’

Advertisement

বিজেপিকে দুষে পুলকের অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয় মানতে না পেরেই বিজেপি নানা ভাবে এই রাজ্যের প্রতি বঞ্চনা করছে। একশো দিনের কাজের টাকা দিচ্ছে না। আবাস প্লাসে সমীক্ষার নামে কড়াকড়ি করে রাজ্যকে বিপাকে ফেলার চেষ্টা করেছে। তাঁর কথায়, ‘‘কেন্দ্র চেয়েছিল, এই রাজ্যের গরিব মানুষ যাতে বাড়ির টাকা না পান। শেষ পর্যন্ত তালিকা চূড়ান্ত হয়েছে। কিন্তু বহু যোগ্য মানুষ তালিকা থেকে বাদ পড়েছেন। তবে তাঁদেরও যাতে টাকা দেওয়া হয় তার জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই কেন্দ্রকে চিঠি লিখেছে।’’ হাওড়া গ্রামীণ জেলা বিজেপি সভাপতি অরুণ উদয় পালচৌধুরী বলেন, ‘‘তৃণমূল নেতাদের কথা শুনলে হাসি পায়। এখন কেন্দ্রের ঘাড়ে দোষ চাপালে চলবে না। গরিব মানুষরা ঘর না পেয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন। এর দায় তৃণমূলকেই নিতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement