উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুক্রবার টাকা ঢোকার কথা। নিজস্ব ছবি।
প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনার উপভোক্তাদের সংশোধিত তালিকার ভিত্তিতে চূড়ান্ত অনুমোদনের কাজ শেষ। ওই উপভোক্তাদের মধ্যে একেবারে শুরুতে কারা প্রকল্পের টাকা পেতে চলেছেন, সেই তালিকাও তৈরি হয়ে গিয়েছে। সেই তালিকা ধরেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে শুক্রবার। এমনটাই খবর রাজ্য প্রশাসন সূত্রে। যদিও রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেছেন, ‘‘কথা তো আছে। না আঁচালে বিশ্বাস নেই!’’
প্রশাসন সূত্রে খবর, সংশোধিত তালিকায় থাকা উপভোক্তাদের সকলে একসঙ্গে টাকা পাবেন না। কয়েক ধাপে তাঁদের টাকা দেওয়া হবে। যেমন, নদিয়ায় প্রথম ধাপে অনুমোদিত ৫২ হাজার ৬১২ জন উপভোক্তার টাকা পাওয়ার কথা। শুক্রবার তাঁদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ঢুকবে। তেহট্টের মহকুমাশাসক মৌমিতা সাহা বলেন, ‘‘বিভিন্ন ব্লকের বিডিওদের মাধ্যমে এফটিও অর্থাৎ ফান্ড ট্রান্সফার ব্যবস্থায় সরাসরি উপভোক্তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে অর্থরাশি।’’
তবে জেলা প্রশাসনের এক সূত্রের দাবি, কেন্দ্রীয় পোর্টালে বৃহস্পতিবার সকাল থেকে সমস্যা ছিল। ফলে, প্রথম কিস্তির টাকা না ঢোকা পর্যন্ত সংশয় কাটছে কর্তাদের। করিমপুর ২ নম্বর ব্লকের বিডিও সামসুজ্জামান বলেন, ‘‘সকাল থেকেই আমরা চেষ্টা চালাচ্ছি, যাতে মানুষের কাছে সময় মতো টাকা পৌঁছে যায়। কিছু যান্ত্রিক সমস্যার জন্য একটু চিন্তায় আছি।’’