এনআরসি-র বিরুদ্ধে স্পিকারের কাছে আর্জি

এনআরসি-র বিরুদ্ধে ‘ঐকমত্য’ চেয়ে কংগ্রেসের সমর্থনে বামেরা ইতিমধ্যেই বেসরকারি প্রস্তাব জমা দিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৯ ০৩:৪৩
Share:

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রের নাগরিকত্ব আইনে প্রস্তাবিত সংশোধনী এবং বাংলায় জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) চালু করার চেষ্টার বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব পাশ করানোর জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানাল ‘নাগরিকপঞ্জি বিরোধী যুক্ত মঞ্চ’। ফরওয়ার্ড ব্লকের বিধায়ক আলি ইমরান রাম্জ (ভিক্টর) বৃহস্পতিবার ওই মঞ্চের নেতা প্রসেনজিৎ বসু, দেবর্ষি চক্রবর্তী, সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রমুখকে নিয়ে স্পিকারের সঙ্গে দেখা করেন। তাঁদের বক্তব্য, কেন্দ্রীয় সরকার আইনে সংশোধনী এনে প্রতিবেশী দেশ থেকে আসা মুসলিমদের ‘অনুপ্রবেশকারী’ এবং অন্যান্য ধর্মাবলম্বীদের শরণার্থী বলে ধর্মের ভিত্তিতে নাগরিকত্বে প্রভেদ করতে চাইছে। কিন্তু আইনের চোখে সকলের অধিকার সমান। আবার এনআরসি প্রক্রিয়ার নামে বাংলায় কোটি কোটি মানুষের নাগরিকত্ব নিয়ে সঙ্কট তৈরি করার অপচেষ্টা হচ্ছে। এই দুই উদ্যোগের বিরুদ্ধেই বিধানসভায় প্রস্তাব গ্রহণের আর্জি জানিয়েছেন ভিক্টর, প্রসেনজিৎরা। এনআরসি-র বিরুদ্ধে ‘ঐকমত্য’ চেয়ে কংগ্রেসের সমর্থনে বামেরা ইতিমধ্যেই বেসরকারি প্রস্তাব জমা দিয়েছে। স্পিকার এ দিন যুক্ত মঞ্চের প্রতিনিধিদের জানিয়েছেন, ওই প্রস্তাবের উপরে কবে কী ভাবে আলোচনা করা যায়, তা নিয়ে আজ, শুক্রবারই কার্য উপদেষ্টা (বি এ) কমিটির বৈঠকে কথা হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement