ছবি: সংগৃহীত।
শেষ পর্যন্ত শর্তসাপেক্ষে সিটুকে রানি রাসমণি অ্যাভিনিউয়ে জমায়েত করার অনুমতি দিল পুলিশ। ঠিকা ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের অধিকার, সামাজিক সুরক্ষার সুযোগ-সহ একগুচ্ছ দাবিতে আজ, বৃহস্পতিবার শ্রম দফতর অভিযানের ডাক দিয়েছে সিপিএমের শ্রমিক সংগঠন। পুলিশের অনুমতি না পেলেও তাদের কর্মসূচি হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল তারা।
রানি রাসমণিতে কর্মসূচির জন্য সেনা কর্তৃপক্ষের ছাড়পত্র অবশ্য আগেই মিলেছিল। সেই ছাড়পত্রের প্রতিলিপি নিয়ে বুধবার সিটু নেতৃত্বকে অনুমতি দিয়েছে লালবাজারও। তবে তাদের শর্ত, আজ ওই এলাকায় কোনও আইন অমান্য করা যাবে না এবং সন্ধ্যা ৬টার আগে কর্মসূচি শেষ করতে হবে। রানি রাসমণির জমায়েত থেকে নব মহাকরণে শ্রম দফতরে দাবি জানাতে যাবেন সিটু নেতারা।