ফাইল চিত্র।
‘নিখোঁজ’ আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তাঁর সন্ধান দিতে পারলে মিলবে পুরস্কার। এই মর্মে বুধবার সাংসদের ছবি দেওয়া বেশ কয়েকটি পোস্টার দেখা গিয়েছে পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বাসস্ট্যান্ডে। জামুড়িয়া নাগরিকবৃন্দের নাম করে সাঁটানো এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর। এই কাজ তৃণমূলের বলে দাবি বিজেপির। বাবুল বলেন, ‘‘তৃণমূলের কাজ তৃণমূল করেছে। বাবুল বাবুলের কাজ করছে। আমার জবাব আমি কাজেই দিই।’’ যদিও অভিযোগ মানেনি তৃণমূল। জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিংহ বলেন, ‘‘দেশ জুড়ে বিজেপি কী করছে, তা সকলেই জানেন। রাজ্যে বিজেপিতে ভাঙন শুরু হয়েছে। তাই তাদের দলেরই কেউ এমন কাজ করে থাকতে পারেন।’’