Protest

কৃষক প্রতিবাদ নানা জেলায়

কিসান মোর্চার নেতারা জানিয়েছেন, কৃষক ও শ্রমিকদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:২৭
Share:

বাংলায় কৃষক সংগঠনের প্রতিবাদ। — নিজস্ব চিত্র।

কৃষক আন্দোলনের সমর্থনে এবং দিল্লির আশেপাশে কৃষকদের জমায়েতের উপরে দমন-পীড়নের প্রতিবাদে গোটা দেশে শুক্রবার শিল্প ও গ্রামীণ ধর্মঘটের ডাক দিয়েছিল কৃষক এবং শ্রমিক সংগঠনগুলি। তার সমর্থনে এবং কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের আচরণের বিরুদ্ধে মিছিল হল এ রাজ্যের বিভিন্ন জেলায়। উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, নদিয়া-সহ নানা জেলায় এ দিন কৃষক মিছিলে শামিল হয়েছিলেন সংযুক্ত কিসান মোর্চার নেতৃত্ব এবং মোর্চার অন্তর্ভুক্ত বিভিন্ন সংগঠনের নেতারা। ‘মোদী হটাও, দেশ বাঁচাও, কৃষি বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে পালিত হয়েছে এই কর্মসূচি। কিসান মোর্চার নেতারা জানিয়েছেন, কৃষক ও শ্রমিকদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement