West Bengal By-Poll

উপনির্বাচনে ৬ কেন্দ্রেই যাচ্ছেন প্রদেশ সভাপতি

দিল্লিতে ব্যক্তিগত সফর সেরে ফিরে হাড়োয়ার গোঁসাইপুর প্রাথমিক স্কুলে রবিবার কংগ্রেসের কর্মিসভায় উপস্থিত ছিলেন শুভঙ্কর। তার পরে গোঁসাইপুর নতুন বাজারে উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী হাবিব রেজ়া চৌধুরীর সমর্থনে একটি সভায় গিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ০৬:০৯
Share:

হাড়োয়ায় কংগ্রেস প্রার্থীর প্রচার-সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। —নিজস্ব চিত্র।

উপনির্বাচনের প্রচারে এ বার রাজ্যের পাঁচ জেলায় ৬টি বিধানসভা কেন্দ্রেই কর্মসূচি নিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। ওই ৬ কেন্দ্রেই কংগ্রেস এ বার একা লড়ছে। তবে প্রচারে বামফ্রন্টকে আক্রমণ না-করে দলের জমি শক্ত করার দিকেই নজর দেওয়ার কথা বলছেন প্রদেশ সভাপতি।

Advertisement

দিল্লিতে ব্যক্তিগত সফর সেরে ফিরে হাড়োয়ার গোঁসাইপুর প্রাথমিক স্কুলে রবিবার কংগ্রেসের কর্মিসভায় উপস্থিত ছিলেন শুভঙ্কর। তার পরে গোঁসাইপুর নতুন বাজারে উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী হাবিব রেজ়া চৌধুরীর সমর্থনে একটি সভায় গিয়েছিলেন। রাজ্যের সাম্প্রতিক একের পর পর ধর্ষণ ও নারী নিগ্রহের ঘটনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ এনে কংগ্রেস আমলের কথা তুলেছেন তিনি। সেই সঙ্গেই বলেছেন, কংগ্রেস আমলে নানা শহরে যেখানে কারখানা ছিল, সেখানে এই জমানায় বহুতল মাথা তুলেছে। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিকল্প হিসেবে কংগ্রেসকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রদেশ সভাপতি। পরে শুভঙ্কর বলেন, ‘‘উপনির্বাচনের ৬টি বিধানসভা কেন্দ্রেই যাব। প্রতি কেন্দ্রে কর্মিসভা ও মিছিল করার পরিকল্পনা আছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement