coronavirus

মজুত থাকা সত্ত্বেও মিলল না অক্সিজেন, রোগীর মৃত্যুতে চাঞ্চল্য বোলপুরের হাসপাতালে

হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুললেন পরিবারের সদস্যরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০২১ ২১:৩৯
Share:

নিজস্ব চিত্র

রোগীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য বোলপুর মহকুমা হাসপাতালে। হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুললেন পরিবারের সদস্যরা। যদিও এ ব্যাপারে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি স্বাস্থ্য দফতরে।

Advertisement

মৃতের মেয়ে বুরি বিবি জানান, ‘‘শনিবার সকাল ৯টা নাগাদ মা-কে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। মায়ের কিন্তু করোনা হয়নি। তবুও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সঠিক ভাবে চিকিৎসা করলেন না। আমি বার বার ছুটে গিয়ে বলেছিলাম, আমার মায়ের শ্বাসকষ্ট হচ্ছে। তা সত্ত্বেও কেউ ছুটে না এসে আমাকে তাড়িয়ে দিল। অক্সিজেন আর চিকিৎসার গাফিলতির জন্যই আমার মা গেনি বিবি আমদের ছেড়ে চেলে গেলেন।’’

মৃতের পরিবারের সদস্য জামিরুল সেখ বলেন, ‘‘গোটা বিশ্ব জুড়েই নার্স এবং চিকিৎসকদের ভগবান-রূপে দেখা হচ্ছে। পুজো করা হচ্ছে । কিন্ত তার উল্টো ছবি ধরা পড়ল বোলপুর মহকুমা হাসপাতালে। এখানকার স্বাস্থ্যকর্মীদের উপর অভিযোগ আনতে লজ্জা লাগছে। ওঁদের জন্যই চিকিৎসক এবং নার্সের পেশা কলঙ্কিত হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা একটু ঠিকঠাক করে দেখলেই বেঁচে যেতেন আমাদের রোগী।’’

Advertisement

যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি বোলপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। এক স্বাস্থ্য আধিকারিক শুধু জানান, ‘‘অক্সিজেন পর্যাপ্ত পরিমাণেই রয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement