শিয়ালদহ ডিভিশনে ফের নাকাল যাত্রীরা। ট্রেন ছাড়ার আগে কার্যত শেষ মুহূর্ত পর্যন্ত আসন সংরক্ষণের তালিকা তৈরি না-হওয়ায় বিস্তর বিভ্রান্তি তৈরি হল।
শনিবার শিয়ালদহ স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেস ছাড়ার মাত্র ১০ মিনিট আগে মিলল সংরক্ষণ তালিকা। ফলে শেষ মুহূর্তে তালিকা দেখে ট্রেনে উঠতে গিয়ে হয়রান হলেন প্রচুর যাত্রী। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্রের দাবি, এ সবই যান্ত্রিক ত্রুটির ফলে ঘটেছে। রেল সূত্রের খবর, রেলের কম্পিউটার সিস্টেম ‘হ্যাং’ করায় এমন ঘটেছে। তবে যাত্রীদের দাবি, শিয়ালদহ স্টেশনে কোনও না কোনও কারণে হয়রানিটাই যেন নিয়ম হয়ে গিয়েছে।
দেখা যাচ্ছে মাসে দশ দিন অন্তত তিন থেকে চার ঘণ্টা বা তারও বেশি সময় ট্রেন পরিষেবা ব্যাহত থাকছে। গত ১৫ দিনেই ৭ বার রাতে দীর্ঘ সময় পরিষেবা বন্ধ থেকেছে। শুক্রবারও রাত আটটার পরে শিয়ালদহ মেন লাইনে ট্রেন বন্ধ হয়ে যায়। হাজার হাজার নিত্যযাত্রী দুর্ভোগে পড়েন।