—ফাইল চিত্র।
প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষের বিরুদ্ধে দলীয় তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল। সুশান্তবাবুর সাম্প্রতিক কিছু কাজকর্মে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে, এই অভিযোগ খতিয়ে দেখতে কমিশন গড়েছে আলিমুদ্দিন স্ট্রিট। সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে বুধবার দলীয় নেতৃত্বের তরফে জানানো হয়েছে, ওই কমিশন আরও কিছু দিন সময় চেয়েছে। দল-বিরোধী কাজের অভিযোগে মুর্শিদাবাদের সুতিরাম টুডু ও উত্তর ২৪ পরগনার শান্তনু বসুকে দলের গঠনতন্ত্রের ১৯ (১৩) ধারায় সরাসরি বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে রাজ্য কমিটিতে। সিপিএমের যুব নেতা শান্তনু আগেই বিজেপিতে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন।