জেল হেফাজতে পার্থ ও অর্পিতা। ফাইল চিত্র।
আগামী ৩১ অগস্ট পর্যন্ত পার্থ ও অর্পিতাকে জেল হেফাজতের নির্দেশ দিল আদালত।
বুধবার পার্থকে জিজ্ঞাসাবাদ করার পর, তাঁর ফোন থেকে জীবন বিমা সংক্রান্ত তথ্য পাওয়ার কথা প্রাক্তন মন্ত্রীকে জানান ইডি-র আধিকারিকরা। পার্থকে জিজ্ঞাসাবাদ করার পর, তাঁর বয়ানের কাগজ সই করাতে গেলা পার্থ নাকি তা ছিঁড়ে ফেলে দেন। বৃহস্পতিবার আদালতে এমনই দাবি করেছেন ইডির আইনজীবী।
আদালতে ইডি-র দাবি, অর্পিতার জীবন বিমার টাকা আসত পার্থর কাছ থেকেই। এই জীবন বিমাগুলির নমিনি হিসাবে পার্থর কাছেই এই সংক্রান্ত যাবতীয় তথ্য থাকত। ইডি-র তরফে দাবি করা হয়েছে, পার্থর ফোন পরীক্ষা করে দেখা গিয়েছে, বিমা সংক্রান্ত যাবতীয় মেসেজ পার্থর ফোনেই আসত। এখান থেকেই প্রমাণিত যে, পার্থই বিমার সমস্ত টাকা দিতেন। আদালতে দাবি ইডি-র আইনজীবীর।
ইডি-র আইনজীবীর দাবি, পার্থ তদন্তে সহযোগিতা করেননি। পার্থ-‘ঘনিষ্ঠ’ অর্পিতার ফ্ল্যাট থেকে বিপুল অর্থের উৎস সম্পর্কেও মুখ খোলেননি প্রাক্তন মন্ত্রী। ইডি প্রথমে ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা জানালেও পরে আরও ১০টি অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছে বলে বৃহস্পতিবার দাবি করেছে ইডি। পার্থর স্ত্রী বাবলি চ্যাটার্জির নামে একটি ট্রাস্টের সন্ধান পেয়েছে পুলিশ। এই ট্রাস্টের নামে একটি ‘ইন্টারন্যাশনাল স্কুল আছে বলে আদালতকে জানিয়েছেন ইডি-র আইনজীবী। এই ট্রাস্টের মাধ্যমে টাকা তছরুপ করা হত বলেও দাবি করেছে ইডি।
পার্থকে জেল হেফাজতে জেরা করার অনুমতি পেয়েছিল ইডি। কিন্তু আদালতে পেশ করার আগের দিন প্রাক্তন মন্ত্রীকে জেরা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আদালতে ইডির বিরুদ্ধে সময় নষ্টের অভিযোগ পার্থর আইনজীবীর।
জেল হেফাজতে মন্ত্রীর স্বাস্থ্য ভেঙে পড়ার যুক্তি মানতে চাননি ইডি-র আইনজীবী। তিনি আদালতে জানান, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা জানার জন্য ভুবনেশ্বরের এমসে পাঠানো হয়েছিল। তা ছাড়া দু’দিন অন্তর জোকা ইএসআই-তে তাঁর স্বাস্থ্যপরীক্ষা হয়েছে জানিয়ে পার্থর জামিনের আবেদনের বিরোধিতা করেন ইডির আইনজীবী।
১২ তারিখ প্রাক্তন মন্ত্রী অসুস্থ হয়ে পড়েন। তাঁকে চিকিৎসকদের শরণাপন্ন হতে হয়। সব দিক বিবেচনা করে পার্থর হয়ে আরও এক বার জামিনের আবেদন জানালেন তাঁর আইনজীবী।
তৃণমূলের প্রাক্তন মহাসচিবের হিমোগ্লোবিন কম, তাঁর শরীরে ক্রিয়েটিনিনের পরিমাণও বেড়েছে। একা চলাফেলার ক্ষেত্রেও তাঁর অসুবিধা রয়েছে বলে জানিয়েছেন পার্থর আইনজীবী।