—ফাইল চিত্র।
কলেজ-বিশ্ববিদ্যালয়ে সংগঠন সক্রিয় না হলে সিঁধ কাটতে পারে গেরুয়া শিবির। তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপি-কে এই সতর্কবার্তা দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
২৮ অগস্ট টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস। ধর্মতলার মেয়ো রোডে প্রতি বছর এই দিনে তৃণমূল নেত্রীর উপস্থিতিতে সমাবেশ করে টিএমসিপি। এর প্রস্তুতির জন্য শনিবার পার্থবাবু টিএমসিপি নেতাদের নিয়ে তৃণমূল ভবনে বৈঠক করেন। সেই বৈঠকেই ছাত্র সংগঠনকে পার্থবাবু জানান, কলেজগুলিতে বকেয়া ছাত্র সংসদ নির্বাচন করে ফেলার সিদ্ধান্ত হয়েছে। কবে ভোট হবে, তা অবশ্য স্পষ্ট নয়। তবে ভোট হবে ধরে নিয়ে নিজেদের মধ্যে গোষ্ঠীবিরোধ এড়িয়ে প্রতিটি কলেজে ঐক্যবদ্ধ হতেও পরামর্শ দিয়েছেন তিনি। ভোটের সময় বিরোধীদের মনোনয়নে বাধা না দেওয়ার পরামর্শ দিয়েছেন বলে দলীয় সূত্রের খবর। এমনকী কলকাতা, যাদবপুর, প্রেসিডেন্সি ও বারাসাত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠন সক্রিয় হয়ে উঠছে বলেও মন্তব্য করেছেন পার্থবাবু। সে জন্য ওই বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রদের বাড়তি সতর্ক হতে পরামর্শ দিয়েছেন তিনি।