Partha Chatterjee

আগের ফল দেখে পাশ কলেজেও?

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ১০ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২০ ০৫:১৬
Share:

ফাইল চিত্র।

করোনা সংক্রমণের আবহে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সকলকে পাশ করিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে আগেই। এ বার কলেজ-বিশ্ববিদ্যালয় স্তরেও চূড়ান্ত বর্ষের পরীক্ষার্থীদের আগের পরীক্ষার ফল দেখে পাশ করিয়ে দেওয়ার কথা উঠল খোদ শিক্ষামন্ত্রীর ভিডিয়ো-বৈঠকে।

Advertisement

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ১০ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রলম্বিত লকডাউনের মধ্যে বিশ্ববিদ্যালয় এবং তাদের অধীন কলেজের পঠনপাঠন ও পরীক্ষা কী ভাবে চালিয়ে যাওয়া যায়, মঙ্গলবার সেই বিষয়ে উপাচার্যদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ছিলেন ১২ জন উপাচার্য। স্কুল স্তরের মতো কলেজ-বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠনও টিভি-র মাধ্যমে চালানো যায় কি না, সেই বিষয়ে আলোচনা হয়। পরীক্ষা, বিশেষত চূড়ান্ত বর্ষের পরীক্ষা না-নিলেই নয়। কিন্তু কবে তার ব্যবস্থা করা সম্ভব হবে, বলা যাচ্ছে না। তখনই আগের পরীক্ষার ফল দেখে চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দেওয়ার সম্ভাবনার কথা ওঠে। উপাচার্যদের কথা শোনেন শিক্ষামন্ত্রী। পরে তিনি উপাচার্যদের বলেন, তাঁরা যেন দু’দিনের মধ্যে তাঁদের লিখিত বক্তব্য তাঁকে জানান। তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখবেন।

Advertisement

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement