—ফাইল চিত্র।
প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণার পাশাপাশি তাঁদের আরও দায়বদ্ধ হতে তো বললেনই। জেলা স্কুল পরিদর্শক (ডিআই) এবং অবর স্কুল পরিদর্শকদের (এসআই) নিরপেক্ষতা বজায় রেখে ঠিক সময়ে কাজ করতে হবে বলেও বৃহস্পতিবার নজরুল মঞ্চে ডিআই, এসআই ও অন্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘এমনকি আমার নাম বলে কেউ কাজ হাসিল করার চেষ্টা করলেও কান দেবেন না।’’
স্কুলগুলি প্রাপ্য সুযোগ-সুবিধা পাচ্ছে কি না, ডিআই ও এসআই-দের সেটা দেখতে হবে বলে জানান শিক্ষামন্ত্রী। অনিয়মের দৃষ্টান্ত দিয়ে তিনি জানান, যে-স্কুলে দু’হাজার পড়ুয়া, সেখানে জুতো যাচ্ছে পাঁচ হাজার। এমনটা যাতে আর না-হয়, তা দেখতে হবে। এগুলো দেখার কথা এসআই, ডিআই-দের। স্কুলে শিক্ষক নিয়োগের আগে ডিআই-দের দেখতে হবে, সেখানে পড়ুয়ার তুলনায় বাড়তি বা কম শিক্ষক আছেন কি না। শিক্ষক বদলিতে পড়ুয়ারা কতটা উপকৃত হল, সেটাও খেয়াল রাখতে হবে তাঁদের। স্কুলের পরিকাঠামো দেখার দায়িত্ব জেলা স্কুল পরিদর্শকদের আরও বেশি করে নিতে হবে বলে জানান মন্ত্রী। মিড-ডে মিলের দায়িত্ব যাঁদের হাতে দেওয়া আছে, তাঁরা যাতে ঠিকঠাক কাজ করেন, সেই বিষয়ে আরও সচেতন হতে বলেন শিক্ষামন্ত্রী।
পার্থবাবু এ দিন জানান, পড়ুয়াদের যে-পোশাক দেওয়া হয়, তা জোগানোর জন্য এ বার থেকে টেন্ডারের মাধ্যমে ‘সেল্ফ হেল্প গ্রুপ’ বা স্বনির্ভর গোষ্ঠীকে বরাত দেওয়া হবে। শিক্ষকদের কোনও সমস্যা বা কোনও অভিযোগ থাকলে তার সমাধান করতে হবে জেলাতেই। যে-কোনও সমস্যা নিয়ে অযথা বিকাশ ভবনে ছুটে আসা চলবে না। সর্বোপরি স্কুলশিক্ষা দফতরের সঙ্গে জেলা শিক্ষা দফতরের আধিকারিকদের সমন্বয় অত্যন্ত জরুরি। সেটা যাতে সব ক্ষেত্রে ঠিকঠাক বজায় থাকে, সে-দিকে সতর্ক নজর রাখতে হবে। সমন্বয় থাকলে সব কাজই দ্রুত সুষ্ঠু ভাবে হয়ে যাবে।
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।