‘দিদিকে বলো’য় পার্থ শুনলেন চাকরি চাই

কলকাতা পুরসভার ১৩০ নম্বর ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচিতে এ দিন ঋষি বঙ্কিম অঞ্চলে স্থানীয় মানুষের অভাব অভিযোগ শোনেন তিনি।

Advertisement
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৯ ০৩:০৩
Share:

পার্থ চট্টোপাধ্যায়।—ফাইল চিত্র।

রাস্তা, আলো, জলের সমস্যা আছে। তবে ‘দিদিকে বলো’ কর্মসূচিতে বেহালা পশ্চিমের বিধায়ক তথা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে কাজই চাইলেন বেশির ভাগ মানুষ। নিজের নির্বাচনী কেন্দ্রে রবিবার ‘দিদিকে বলো’ কর্মসূচিতে বিধবা-ভাতা ও বার্ধক্য-ভাতার বহু আবেদনও পেয়েছেন পার্থবাবু। কলকাতা পুরসভার ১৩০ নম্বর ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচিতে এ দিন ঋষি বঙ্কিম অঞ্চলে স্থানীয় মানুষের অভাব অভিযোগ শোনেন তিনি। সেখানেই সন্ধ্যা পর্যন্ত শতাধিক মানুষ নানা আবেদন নিয়ে এসেছিলেন। তাঁদের মধ্যে কমবয়সীদের একটা বড় অংশই চাকরির আবেদন নিয়ে এসেছিলেন। তাঁদের নাম ও অন্যান্য তথ্য মন্ত্রী জমা নিয়েছেন। পার্থবাবু বলেন, ‘‘সাধারণ ভাবে চাকরির নির্দিষ্ট পদ্ধতি আছে। তবে কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা নিশ্চিত ভাবে সকলকে সাহায্য করার চেষ্টা করব। এবং বিধবা-ভাতা ও বার্ধক্য-ভাতার ব্যাপারেও প্রশাসনিক সাহায্যের জন্য সক্রিয় থাকব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement