—ফাইল চিত্র।
রাজ্যের শিক্ষায় উৎকর্ষ আনতে পরামর্শ চাইলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ফেসবুক পেজে সোমবার শিক্ষামন্ত্রীর আবেদন, ‘‘ছাত্র, শিক্ষক এবং যাঁরা শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন, কী ভাবে আমাদের শিক্ষা ব্যবস্থায় উৎকর্ষ আনা যায়, সে ব্যাপারে অনুগ্রহ করে আপনাদের পরামর্শ দেবেন।’’
শিক্ষাঙ্গনে নৈরাজ্যের ঘটনায় বারবারই বিড়ম্বনায় পড়তে হয়েছে রাজ্য সরকারকে। সেই সব নৈরাজ্য থেকে রাজ্যকে ‘মুক্তি’ দিতে ব্যক্তিগত ভাবে শিক্ষা জগতের সঙ্গে সংশ্লিষ্টদের মতামত নিয়েছেন। এ বার লোকসভা ভোটের ফলের পরেই সরাসরি সোশ্যাল মিডিয়ায় শিক্ষার উৎকর্ষ আনতে শিক্ষামন্ত্রী মতামত চাওয়ায় তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। আরও আগে কেন এ ধরনের পদক্ষেপ করা হয়নি, তা নিয়ে প্রশ্নও তুলেছেন কেউ কেউ।
একজন লিখেছেন, ‘এই সিদ্ধান্ত আগে হওয়া দরকার ছিল।’’ কেউ লিখেছেন, ‘কলেজ থেকে ইউনিয়ন তুলে দিন।’ কেউ লিখেছেন, ‘শিক্ষা ব্যবস্থায় টিএমসিপি, এসএফআই বা কোনও রাজনৈতিক দলই যাতে না থাকে, তা প্রথমে নিশ্চিত করুন।’ ছাত্রদের চরিত্র গঠনে নজর দেওয়ার পরামর্শ দিয়ে জনৈক লিখেছেন, ‘স্কুল, কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক সম্পর্ক যাতে ‘বন্ধু’র মতো হতে পারে, তা দেখুন।’ শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও দ্রুত চালু করতে পরামর্শ দিয়েছেন কেউ কেউ। স্কুলস্তরে পাশ-ফেল ফিরিয়ে আনার কথাও বলছেন অনেকে। তৃণমূল জমানায় শিক্ষার মানের অবনতি হয়েছে বলে অনেকেই অভিযোগ করেন। গ্রীষ্মাবকাশের মেয়াদ কমিয়ে স্কুলে পঠনপাঠনের পরিকাঠামো বৃদ্ধিতে নজর দিতেও শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করেছেন এক জন।