Partha Chatterjee

সাগরদিঘির রেজাল্ট কী? তৃণমূল হারছে শুনেই বললেন, দল নিশ্চয়ই পর্যালোচনা করবে

বৃহস্পতিবার দুর্নীতি মামলার শুনানির জন্য পার্থকে আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করানো হয়। অন্য দিকে, সকাল থেকেই চলছিল সাগরদিঘির গণনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ মার্চ ২০২৩ ১৬:১৯
Share:

বৃহস্পতিবার দুর্নীতি মামলার শুনানির জন্য পার্থকে আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করানো হয়। ছবি: পিটিআই ।

নিয়োগ ‘দুর্নীতি’কাণ্ডে গ্রেফতার হওয়ার পরেই দলের সমস্ত পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে দলের নির্বাচনী ফল এবং ভালমন্দ নিয়ে যে তাঁর উৎসাহের অন্ত নেই, বৃহস্পতিবার তা বুঝিয়ে দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করে সিবিআই। সেই সময় আদালতে উপস্থিত সাংবাদিকদের কাছে পার্থ জানতে চান, সাগরদিঘি উপানির্বাচনের ফল কেমন হল? তৃণমূল পিছিয়ে রয়েছে জেনে বলেছিলেন, ‘‘আর হল না।’’ পরে তৃণমূল প্রার্থীর হারের খবর শুনে বলেন, ‘‘দল নিশ্চয়ই পর্যালোচনা করে দেখবে।’’ দেখে একটা বিষয় স্পষ্ট, তৃণমূল তথা সামগ্রিক ভাবে রাজনীতি দূরে থাকলেও রাজনৈতিক বিষয় নিয়ে পার্থের আগ্রহে কোনও খামতি নেই।

Advertisement

বৃহস্পতিবার দুর্নীতি মামলার শুনানির জন্য পার্থকে আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করানো হয়। অন্য দিকে, সকাল থেকেই চলছিল সাগরদিঘির গণনা। সেখানে ১২ রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের থেকে ২১ হাজার ভোটে এগিয়ে ছিলেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। কিন্তু সে সব খবর তাঁ কাছে পৌঁছনোর কোনও উপায় ছিল না। আদালতে পরিচিত সাংবাদিকদের দেখে তিনি জিজ্ঞাসা করেন, ‘‘সাগরদিঘির কী হল? ফলাফল কী?’’ কংগ্রেস পার্থীর থেকে তৃণমূল প্রার্থী পিছিয়ে রয়েছেন এবং তাঁদের প্রাপ্ত ভোটের ব্যবধান শুনে উষ্মাপ্রকাশ করে প্রাজ্ঞ রাজনীতিকের মতো মাথা নাড়িয়ে বললেন, ‘‘আর জিতবে না!’’ পরে আদালত থেকে বেরোনোর সময় পার্থের কাছে জানতে চাওয়া হয়, ত্রিপুরা-মেঘালয়ের পাশাপাশি সাগরদিঘিতে তৃণমূলের যে ফল, তা কি দলের উপর কোনও প্রভাব ফেলবে? জবাবে পার্থ বলেন, ‘‘দল নিশ্চয়ই পর্যালোচনা করে দেখবে।’’

দলের জন্মলগ্ন থেকেই তৃণমূলের সঙ্গে ছিলেন পার্থ। তৃণমূলের গৌরবময় সূচনার নেপথ্যে যে কয়েক জনের হাত রয়েছে, তাঁদের মধ্যে তিনি অন্যতম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৈনিক হিসাবেও পরিচিত ছিলেন। কিন্তু তৃণমূলের নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর তৃণমূলের একদা মহাসচিবকে সমস্ত পদ থেকে অপসারিত করা হয়। কিন্তু জেলে যাওয়ার পরও পার্থ বার বার জানিয়েছেন তিনি দলের পাশেই আছেন। দল তাঁর সঙ্গ ছাড়লেও তিনি দলের সঙ্গেই রয়েছেন। জেলবন্দি থাকাকালীন মা-মাটি-মানুষের জয়গানও শোনা গিয়েছে তাঁর মুখে। যেমনটা শোনা গিয়েছিল, বৃহস্পতিবার জেল থেকে আদালতে যাওয়ার গাড়িতে ওঠার সময়। তিনি বলেন, ‘‘তৃণমূল দল থাকার, থাকবে। আরও বাড়বে।’’

Advertisement

বৃহস্পতিবার আদালতে পৌঁছে সংবাদমাধ্যমের প্রতি ক্ষোভপ্রকাশও করেন পার্থ। জেলের মধ্যে তাঁর চোট পাওয়া নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ‘মিথ্যা খবর’ প্রকাশ করেছে বলেও অভিযোগ করেন তিনি। পার্থের কথায়, ‘‘অনেকে খবর করেছেন, জেলে আমাকে মগ ছুড়ে মারা হয়েছে। সত্য নয়। জেলে কেউ আমাকে মগ ছুড়ে মারেনি। চটিতে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম। তাই চোট লেগেছে।’’

এর পর হাত দিয়ে ঠোঁটের নীচে, থুনতিতে, গালে এবং কপালের নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে দেখান কোথায় কোথায় চোট লেগেছ। একই সঙ্গে মন্তব্য করেন, ‘‘শরীরটা এখন ভাল যাচ্ছে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement