কুরবান শা। —ফাইল চিত্রQ
কুরবান শা হত্যা মামলার মূল অভিযুক্ত তিনি। দুর্গোপুজোর নবমীর রাতে গত ৭ অক্টোবর খুনের ঘটনার কয়েক ঘণ্টা আগেই তিনি পাঁশকুড়া ছাড়েন। তার পর থেকে এখনও পর্যম্ত তাঁকে ধরতে পারেনি পুলিশ। যদিও অজ্ঞাতবাসে থেকেই খুনের ঘটনার পাঁচদিনের মাথায় নিজেকে নির্দোষ দাবি করে হোয়াটসঅ্যাপেএক ভিডিয়ো বার্তা দেন (এর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার) বিজেপি নেতা আনিসুর রহমান। সেই সঙ্গে আগাম জামিনের জন্য আবেদনও জানিয়েছেন। আগামী কাল, সোমবার তমলুক আদালতে তার শুনানি। তার আগের দিন ফের নিজেকে ‘নির্দোষ’ দাবি করে হোয়াটসঅ্যাপে ভিডিয়ো বার্তা দিলেন আনিসুর।
রবিবার আনিসুরের এই ভিডিয়ো বার্তার আনিসুরকে ধরতে পুলিশের ভূমিকা নিয়েই সরব হয়েছেন তৃণমূলের একাংশ। তাঁদের অভিযোগ, খুনের পর প্রায় এক মাস কাটতে চলল। কিন্তু মূল অভিয়ুক্ত এখনও অধরা। অথচ ইতিমধ্যেই আনিসুরকে ধরতে ‘সিট’ গঠন করা হয়েছে। এমনকী জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারীও খুনের পর এলাকায় এসে জানিয়েছিলেন পুলিশের জালেই সকলে আছে। তা ছাড়া আড়ালে থেকেই আনিসুর একের পর এক ভিডিয়ো বার্তা পাঠাচ্ছেন। এই অবস্থায় কেন তাঁকে পুলিশ গ্রেফতার করতে পারছে না সেই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে মাইশোরায়। রবিবার আনিসুরের দ্বিতীয় ভিডিয়ো বার্তার পর সেই প্রশ্ন আরও জোরাল হয়েছে।
যদিও এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে বার বার অতিরিক্ত পুলিশ সুপার এমএম হাসানকে ফোন করা হয়। কিন্তু তাঁকে ফোনে পাওয়া যায়নি।
কুরবান হত্যায় এখনও পর্যন্ত পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছ। আনিসুর সহ চার অভিযুক্ত এখনও ফেরার। দ্বিতীয় ভিডিয়ো বার্তায় নিজেকে ‘নির্দোষ’ দাবি করার পাশাপাশি কুরবান হত্যার তদন্তে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন আনিসুর। তাঁর দাবি, ‘‘এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কুরবান খুন হওয়ার পর পুলিশ আততায়ীর খোঁজ না করে আমার পিছনে ছুটে বেড়াচ্ছে। তা না করলে হয়তো খুনি আগেই ধরা পড়ত।’’ তিনি আরও বলেন, ‘‘আমি আইনের দ্বারস্থ। আমি আইনের মাধ্যমেই প্রমাণ করে ছাড়ব আসল খুনি কে? আমি তো সারা জীবন লুকিয়ে থাকব না। আইনের সাহায্য নিয়েই আমি মানুষের কাছে ফিরে আসব।’’
যদিও আনিসুরের এই ভিডিয়ো বার্তাকেও আমল দিতে নারাজ কুরবানের পরিবার। কুরবানের দাদা আফজল শা বলেন, ‘‘পুলিশ তদন্ত করছে। কে দোষী আর কে নির্দোষ, তদন্ত শেষ হলেই বোঝা যাবে।’’
পড়ুয়াদের বই-খাতা
এগরা: সাংস্কৃতিক মঞ্চ উদ্বোধন অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের বইখাতা এবং দুঃস্থদের বস্ত্র এবং মশারি বিতরণ করা হল। শনিবার রাতে এগরা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের অলুয়ায় একটি ক্লাবের উদ্যোগে এলাকার মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং তাদের বই, খাতা ,পেন দেওয়া হয়। গরিবদের বস্ত্র ও মশারি বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন পুরপ্রধান শঙ্কর বেরা, জয়ন্ত সাউ প্রমুখ।