—প্রতীকী ছবি।
ফের আধার দফতরের নামে চিঠি আসায় আতঙ্ক তৈরি হল পূর্ব বর্ধমানের জামালপুরের গ্রামে। আধার নম্বর ‘নিষ্ক্রিয়’ করা হচ্ছে— সম্প্রতি জামালপুরের কিছু বাসিন্দা এই মর্মে চিঠি পেয়েছিলেন। তাতে আতঙ্ক তৈরি হয় গ্রামে। তারই মধ্যে, শনিবার ডাককর্মীরা আরও কয়েক জনকে চিঠি দিতে গেলে, তা নিতে অস্বীকার করেন অনেকেই। ওই চিঠি আদৌ আধার দফতর থেকে পাঠানো হয়েছে, না কি ভুয়ো, সে নিয়েও ধন্দ কাটেনি।
জামালপুরের জৌগ্রাম, আবুঝহাটিতে প্রায় ৫০ জন সম্প্রতি ডাকযোগে ওই রকম চিঠি পান। শনিবার সকালে জৌগ্রাম পঞ্চায়েতের নুরি, তেলি, কলিপুকুর এবং আবুঝহাটি ১ পঞ্চায়েতের জুতিহাটি, কেউতাড়া, ঝাপানডাঙায় ফের ডাককর্মীরা চিঠি দিতে যান। বেশির ভাগই আধার দফতরের চিঠি শুনে নিতে চাননি। ।
এর আগে চিঠি পাওয়া দু-এক জন দাবি করেছিলেন, তাঁদের রেশন নেওয়া বা ব্যাঙ্কের কাজকর্ম করতে সমস্যা হচ্ছে। যদিও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কারও রেশন বা ব্যাঙ্কের কাজে এখনও কোনও প্রভাব পড়েনি। রেশন ডিলারদের সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশন’ সূত্রে জানা যায়, আবুঝহাটি ১ পঞ্চায়েত এলাকায় দু’জনের কার্ড ‘সাসপেন্ড’ দেখাচ্ছে। সে জন্য রেশন বন্ধ হবে না।
নিষ্ক্রিয় হওয়ার চিঠি পাওয়া দু’জন বাসিন্দা বিডিও (জামালপুর) পার্থসারথি দে-র সঙ্গে দেখা করে বিষয়টির খোঁজ নেওয়ার আর্জি জানিয়েছেন।