মন্ত্রী যেতেই আক্রান্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য, অভিযুক্ত বিজেপি

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর নাগাদ ফুলবাড়ি গ্রামে পৌঁছন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মণ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মাথাভাঙা শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৯ ০৩:৩২
Share:

ছবি: সংগৃহীত।

‘দিদিকে বলো’ কর্মসূচির হোমওয়ার্ক সেরে মন্ত্রী বেরিয়ে যাওয়ার এক ঘণ্টার মধ্যে তৃণমূলের এক পঞ্চায়েত সমিতি সদস্যের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল। অভিযোগের তির বিজেপির দিকে। শনিবার বিকেলে কোচবিহারের মাথাভাঙা থানার ফুলবাড়ি এলাকার ঘটনা। বিজেপি অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবি, এলাকায় দলের একটি পথসভার জন্য কর্মীরা যাচ্ছিলেন। তৃণমূলের লোকেরা তাদের উপর চড়াও হয়। তার জেরে উত্তেজনা ছড়ায়। ওই ঘটনায় দু’পক্ষ মিলিয়ে মোট দু’জন জখম। মাথাভাঙা-মেখলিগঞ্জের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত এসপি ইন্দ্রজিৎ সরকার বলেন, “ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অভিযোগ এলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

Advertisement

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর নাগাদ ফুলবাড়ি গ্রামে পৌঁছন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মণ। মাথাভাঙা-২ পঞ্চায়েত সমিতির দলীয় সদস্য অঞ্জলি সিংহ বর্মণ বাড়িতে বসে এলাকার কর্মীদের কর্মসূচি নিয়ে আলোচনা করেন। পরে তিনি কর্মীদের নিয়ে এলাকার কয়েকটি বাড়ি ঘুরে মোরঙ্গার উদ্দেশে রওনা হন। তার মধ্যেই ওই বাড়িতে হামলা চালানোর ঘটনা ঘটে। বিনয় বলেন, “গাড়িতে বসে ওই পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে হামলার বিষয়টি জানতে পারি। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। বিজেপি এলাকায় আতঙ্ক ছড়াতে পরিল্পিতভাবে হামলা চালায়।”

অভিযোগ অস্বীকার করে বিজেপির ফুলবাড়ি মণ্ডল কমিটির নেতা বিশ্বরূপ রায় বলেন, “আমাদের দলের কেউ ওই ঘটনার সঙ্গে জড়িত নয়। উল্টে এ দিন আমাদের লোকদের উপরেই তৃণমূল চড়াও হয়। ওদের হামলায় জখম আমাদের এক কর্মী।” বিজেপির অভিযোগ, এর থেকে নজর ঘোরাতে তৃণমূল নিজেরাই নিজেদের পঞ্চায়েত সদস্যের বাড়িতে ভাঙচুর চালিয়েছে। তৃণমূলের স্থানীয় এক নেতা জানান, ‘‘সম্পূর্ণ মিথ্যে। আমাদের এক জন গুরুতর জখম। মোরঙ্গায় বিনয় যাঁর বাড়িতে উঠেছিলেন, তাঁকেও বিজেপির লোকেরা হুমকি দিয়েছে।’’

Advertisement

শুক্রবার রাত থেকে শনিবার সকাল, এই সময়ের মধ্যে আর এক মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিধানসভা এলাকায় তিনটি জায়গায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। তৃণমূলের একাংশের দাবি, ‘দিদিকে বলো’ কর্মসূচি আটকাতেই এই হামলা। বিজেপি তা অস্বীকার করেছে। এই প্রেক্ষিতেই বিনয় বলেন, ‘‘আমরা কর্মসূচি চালিয়ে যাব।’’ এ দিন কোচবিহারের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের একটি বাড়িতে রাত কাটাবেন তিনি। কার বাড়ি? পুলিশ নিরাপত্তা নিয়ে কর্মসূচি চালানো বিনয় কিন্তু মুখে কুলুপ এঁটেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement