জাদুসম্রাট পিসি সরকার জুনিয়র ওরফে প্রদীপচন্দ্র সরকার
রাজনীতিতে যোগ দিয়ে কোনও ভুল করেননি তিনি। আক্ষেপ তো নেই-ই। বরং, সুযোগ এলে আবার ভোটে দাঁড়াবেন। তবে ভবিষ্যতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যে রাজনৈতিক দলই তাঁকে ডাকুক, এ বার দর কষাকষি করবেন তিনি। বাংলা নিয়ে তাদের পরিকল্পনা জানতে চাইবেন। আনন্দবাজার অনলাইনের লাইভ অনুষ্ঠান ‘অজানা কথা’য় স্পষ্ট জানালেন জাদুসম্রাট পিসি সরকার জুনিয়র ওরফে প্রদীপচন্দ্র সরকার।
রাজনীতিতে যোগদান কি তাঁর ভুল সিদ্ধান্ত ছিল, শনিবারের সান্ধ্য-আড্ডায় এই প্রশ্নের জবাবে বালিগঞ্জের ‘ইন্দ্রজাল ভবন’-এর কর্তা বললেন, ‘‘কোনও ভুল করিনি। কোনও আক্ষেপ নেই। পারলে আবার যাব।’’ প্রসঙ্গত, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর ভাষণে অনুপ্রাণিত হয়ে বিজেপি-র টিকিটে বারাসত কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন সরকার জুনিয়র। যদিও ওই নির্বাচনে জিততে পারেননি তিনি।
ভবিষ্যতে যদি তাঁকে রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূল ভোটে লড়ার টিকিট দিতে চায়, তিনি কি রাজি হবেন? এই প্রশ্নের জবাবে প্রদীপচন্দ্রের সহাস্য মন্তব্য, ‘‘এখন বিজেপি মানেই তৃণমূল। তৃণমূল মানেই কংগ্রেস। আবার কংগ্রেস মানেই দেখছি সিপিএম। সব এলোমেলো হয়ে গিয়েছে। তৃণমূল যদি আমাকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ডাকে, আমি দর কষব। আমি ওদের জিজ্ঞেস করব, বাংলার জন্য আপনাদের কী পরিকল্পনা রয়েছে? কী ভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন আপনারা? ওরা যদি নেতাজিকে সম্মান আর বিনয়-বাদল-দীনেশের নামে জিন্দাবাদ স্লোগান দিতে প্রস্তুত থাকে, তবেই ওদের দলে যোগ দেব।’’
দল নিয়ে তাঁর বিশেষ ছুৎমার্গ নেই। তবে কথার খেলাপ হলে বা বাংলা নিয়ে পরিকল্পনামাফিক কাজ না-হলে যে তিনি সরে দাঁড়াবেন, তা স্পষ্টতই জানিয়ে দিলেন জাদুকর। তাঁর কথায়, ‘‘ভোটে যদি জিতেও আসি, সঙ্গে সঙ্গেই পদত্যাগ করব।’’