চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য পার্লারে ৪টি অক্সিজেন কনসেনট্রেটর রাখা হয়েছে। —নিজস্ব চিত্র।
কোভিড রোগীদের চিকিৎসায় অক্সিজেনের চাহিদা মেটাতে গোবরডাঙা হাসপাতালে ২০ শয্যার অক্সিজেন পার্লার চালু হল। পুর কর্তৃপক্ষ জানিয়েছেন, আক্রান্তদের পরিষেবায় সপ্তাহের প্রত্যেক দিন ২৪ ঘণ্টায় খোলা থাকবে এই পার্লার।
সোমবার অক্সিজেন পার্লারের উদ্বোধন করেন গোবরডাঙা পুরসভার মুখ্য প্রশাসক সুভাষ দত্ত। উপস্থিত ছিলেন গোবরডাঙা শহর উন্নয়ন কমিটির সভাপতি শঙ্কর দত্ত-সহ একাধিক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা।
পুরসভা সূত্রে খবর, চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য পার্লারে ৪টি অক্সিজেন কনসেনট্রেটর রাখা হয়েছে। অক্সিজেনের প্রয়োজন রয়েছে, এমন রোগীরা চিকিৎসকের পরামর্শ মতো এই পার্লারে থাকতে পারবেন। গোবরডাঙা পুরসভার তরফে ওই রোগীদের প্রতিদিন তিনবেলা খাবার পরিবেশন করা হবে। শঙ্কর দত্ত বলেন, “অতিমারির এই সঙ্কটে সকলের জন্য এই অক্সিজেন পার্লার খোলা থাকবে।”