ক্যাপশন- অক্সিজেনের কন্টেনার চাপানো হচ্ছে রেলের রেকে। দুর্গাপুরের সগড়ভাঙায়। শনিবার। নিজস্ব চিত্র
দুর্গাপুর ইস্পাত কারখানা (ডিএসপি) থেকে ছ’টি কন্টেনারে ১২০টন তরল মেডিক্যাল অক্সিজেন পাঠানো হল দিল্লিতে। শনিবার ‘কন্টেনার কর্পোরেশন অব ইন্ডিয়া’র সহযোগিতায় রেলপথে অক্সিজেন পাঠানো হয়। ডিএসপি-র মুখ্য জনসংযোগ আধিকারিক আসরাফুল হক মজুমদার জানান, ২০ অগস্ট থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সড়কপথে ডিএসপি থেকে ৬,৬৬৮ টন তরল মেডিক্যাল অক্সিজেন সরবরাহ করা হয়েছে। রেলপথে এটাই প্রথম।
এ দিন ট্রাকে করে কন্টেনারগুলি আনা হয় দুর্গাপুরের সগড়ভাঙা জোনাল সেন্টারের কাছে ‘কন্টেনার কর্পোরেশন অব ইন্ডিয়া’র সাইডিংয়ে। সেখান থেকে মালগাড়িতে তোলা হয়। পূর্ব রেলের আসানসোল ডিভিশনের মুখ্য জনসংযোগ আধিকারিক গৌতম সরকার বলেন, ‘‘ক্রায়োজেনিক ট্যাঙ্কারে করে অক্সিজেন নিয়ে এই প্রথম পূর্ব রেলের কোনও অক্সিজেন এক্সপ্রেসের সূচনা হল। গ্রিন করিডর করে অক্সিজেন এক্সপ্রেসের যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।’’