PM Narendra Modi

খরচ তুলতে কেন্দ্রের দ্বারস্থ গীতা কমিটি

ব্রিগেডে আগামী ২৪ ডিসেম্বর ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিপুল মানুষের সমাগমের দিকে লক্ষ্য রেখে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৩ ০৬:১২
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

গীতা জয়ন্তীর দিন কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠে’র অনুষ্ঠান করবে সনাতনী সংগঠনগুলির যৌথ মঞ্চ। সেই অনুষ্ঠানে আনুমানিক পাঁচ কোটি ৭০ লক্ষ টাকা খরচ হতে পারে বলে সংগঠকদের প্রাথমিক অনুমান। সূত্রের খবর, বিপুল খরচের একটা অংশ তুলতে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের দ্বারস্থ হতে চলেছে তারা।

Advertisement

ব্রিগেডে আগামী ২৪ ডিসেম্বর ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিপুল মানুষের সমাগমের দিকে লক্ষ্য রেখে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, ওই দিনের অনুষ্ঠানের জন্য কুরুক্ষেত্র থেকে মাটি আনা হয়েছে। বিভিন্ন সঙ্ঘ ও আশ্রমগুলিতে সেই মাটি দেওয়া হয়েছে। এক লক্ষ মানুষের সমাগমের প্রস্তুতি রাখা হলেও অনলাইন নাম নথিভুক্তকরণের হার দেখে সংগঠকদের ধারণা, সংখ্যাটা তার চেয়ে অনেক বেশি হতে পারে। সংগঠকদের বক্তব্য, সেনাবাহিনী ব্রিগেড ময়দান ব্যবহারের জন্য ৩ দিনের অনুমতি দিয়েছে। কিন্তু মঞ্চ প্রস্তুতি ও আগত মানুষের থাকার জন্য আরও কয়েক দিনের অনুমতি লাগবে। তার জন্য কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হবে। কিন্তু স্থানীয় প্রশাসনের তরফে এখনও সবুজ সঙ্কেত মেলেনি। তাই এখনই উদ্যোক্তারা খুব দূর থেকে পুণ্যার্থীদের আসতে বলছেন না।

এই বিপুল কর্মযজ্ঞে আর্থিক সংস্থানের বিষয়টিও সংগঠকদের মাথায় রাখতে হচ্ছে। উদ্যোক্তাদের তরফে স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ বলেন, ‘‘আমরা সব জনপ্রতিনিধিকে আমন্ত্রণ করছি। তাঁদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন করব। আমরা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছেও এই অনুষ্ঠানের জন্য আর্থিক অনুদানের আবেদন জানাব।” নাম নথিভুক্তকরণ বাবদ যে টাকার অঙ্ক ধার্য করা হয়েছে, সেখান থেকেও খরচের একটা অংশ উঠে আসবে বলে সংগঠকদের ধারণা।

Advertisement

সূত্রের খবর, ব্রিগেডের অনুষ্ঠানের আগে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদ থেকে গাড়িতে সন্তেরা গীতা জয়ন্তীর অনুষ্ঠানের বার্তা নিয়ে প্রচার করবেন। চার প্রান্ত থেকে শুরু হওয়া যাত্রা ওই দিন ব্রিগেড ময়দানে এসে মিলিত হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement