CPIM

ক্যাজ়ুয়াল কর্মীদের জন্য

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি দিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২০ ০৪:২৮
Share:

বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। নিজস্ব চিত্র।

টানা এক মাস ধরে জেলায় জেলায় অনশন-অবস্থান চালিয়ে যাচ্ছেন কলেজের ক্যাজ়ুয়াল কর্মচারীদের বড় অংশ। তাঁদের সমস্যার সমাধানের জন্য সক্রিয় হওয়ার আবেদন জানিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি দিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। ‘পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজ়ুয়াল এমপ্লয়িজ সমিতি’র প্রতিনিধিদের নিয়ে গত বছর জুন মাসে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন সুজনবাবু। তিনি বুধবার বলেন, ‘‘এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সরকার এখনও ক্যাজ়ুয়াল কর্মচারীদের দাবি বিবেচনা করল না! চতুর্থ শ্রেণির চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রাজ্য সরকারের যে নির্দেশিকা আছে, সেটাই তাঁদের জন্য কার্যকর করার ন্যূনতম দাবি করছেন ক্যাজ়ুয়াল কর্মচারীরা। আমরা এই দাবিকে পূর্ণ সমর্থন করছি।’’ নিয়মিত বেতন ও স্বীকৃতির দাবিতে আজ, বৃহস্পতিবার কলকাতায় অবস্থান করার কথা ক্যাজ়ুয়াল কর্মচারী সংগঠনের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement