ছবি: সংগৃহীত।
সামনে মাধ্যমিক পরীক্ষা। মাইক বাজানোয় নিষেধাজ্ঞা জারি হবে পরীক্ষার মরসুমে। তার আগে পরপর কর্মসূচি নিয়ে রাস্তায় থাকতে চাইছে বিরোধী শিবিরের নানা সংগঠন।
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় জনসংখ্যাপঞ্জি (এনপিআর) এবং জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরুদ্ধে চলতি প্রতিবাদের কর্মসূচি নানা পথেই এগিয়ে নিয়ে যেতে চাইছে বিরোধীরা। থাকছে ভিন্ন ধারার প্রতিবাদও। যেমন, আজ, সোমবারই ধর্মতলায় আয়কর ভবনের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে ফরওয়ার্ড ব্লকের যুব লিগ। তাদের বক্তব্য, নাগরিকের কাছ থেকে কর আদায় করে সরকার। অথচ এখন সেই করদাতাদের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে। প্রধানমন্ত্রীকেই তা হলে প্রমাণ করতে হবে, কে নাগরিক! প্রসেনজিৎ বসুদের এনআরসি-বিরোধী যুক্ত মঞ্চ আবার আজই যাবে রাজভবনে। সিএএ, এনআরসি, এনপিআর নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য গত সেপ্টেম্বরে যুক্ত মঞ্চ যে সময় চেয়েছিল, তা মঞ্জুর হয়েছে এখন! এন্টালির রামলীলা ময়দান থেকে পার্ক সার্কাস পর্যন্ত কাল, মঙ্গলবার সিএএ এবং এনআরসি-র বিরুদ্ধে মিছিলের ডাক দিয়েছে ১২ই জুলাই কমিটি। চলতি সপ্তাহেই বৃহস্পতিবার যেমন ‘ফ্যাসিবাদ বিরোধী’ নাগরিক ও ছাত্র মিছিল হবে এই শহরে, তেমনই কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদে গ্রামাঞ্চলে ব্লকে ব্লকে বিক্ষোভ ও অবরোধের ডাক দিয়েছে বামপন্থী কৃষক সংগঠনগুলি।