Jalpaiguri

জঙ্গলে কাঠ চুরি চক্রের হদিশ, জলপাইগুড়ির তোতাপাড়ায় ধৃত ১

রাতের অন্ধকারে জঙ্গলে ঢুকে কাঠ পাচার। দীর্ঘ দিন ধরেই এই চক্র চলছিল জলপাইগুড়িতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২০ ২০:৩৫
Share:

বনকর্মীদের হাতে পাকড়াও ব্রাইট ওরাঁও। নিজস্ব চিত্র

ডুয়ার্সের জঙ্গলে কাঠ চুরি চক্রের হদিশ পেলেন বনকর্মীরা। শনিবার রাতে জঙ্গলের সংরক্ষিত এলাকায় ঢুকে কাঠ চুরি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনা ঘটেছে, জলপাইগুড়ি বনবিভাগের মোরাঘাট রেঞ্জের তোতাপাড়া বিট এলাকায়। শনিবার ধৃতকে জডলপাইগুড়ি আদালতে তোলা হয়। বিচারক তাকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Advertisement

রাতের অন্ধকারে জঙ্গলে ঢুকে কাঠ পাচার। দীর্ঘ দিন ধরেই এই চক্র চলছিল জলপাইগুড়িতে। গত কাল রুটিন টহলদারিতে বেরিয়ে সেই চক্রের এক সদস্যকে হাতেনাতে গ্রেফতার করলেন বনকর্মীরা। ধৃত ব্রাইট ওরাঁও বানারহাট থানার হলদিবাড়ি চা বাগানের মিশন লাইনের বাসিন্দা।

মোরাঘাটের রেঞ্জার রাজকুমার পাল বলেন, ‘‘তোতাপাড়া বিটের বনকর্মীরা ওই ব্যক্তিকে রাতের অন্ধকারে কাঠ চুরি করার সময় হাতেনাতে ধরে ফেলেন। তাকে জেরা করে ওই চক্রের আরও বেশ কয়েক জন সদস্যের নাম পাওয়া গিয়েছে। তাদের খোঁজ চালাচ্ছে বন দফতর।’’

Advertisement

আরও পড়ুন: করোনা আক্রান্ত তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ, হাসপাতালে সিঙ্গুরের ‘মাস্টারমশাই’

আরও পড়ুন: পাহাড়ে রাজ্যপালের সঙ্গে প্রাতরাশ বৈঠকে বিরোধী দলনেতা মান্নান

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement