Death

বিএসএফের গুলি, হত ১

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এক জওয়ান গরুপাচারে বাধা দিলে তাঁকে ঘিরে ধরে মারতে যায় জনাচারেক গরুপাচারকারী। ওই জওয়ান আত্মরক্ষায় গুলি চালান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৪ ০৫:৫২
Share:

—প্রতীকী ছবি।

সোমবার ভোরে বনগাঁর সুটিয়া সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু হল এক ব্যক্তির। বিএসএফের দাবি, সে গরুপাচারকারী। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) একটি সূত্রে দাবি, নিহত তাদের সদস্য। বিএসএফ-এর কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে। প্রতিবাদপত্রও পাঠানো হয়েছে।

Advertisement

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এক জওয়ান গরুপাচারে বাধা দিলে তাঁকে ঘিরে ধরে মারতে যায় জনাচারেক গরুপাচারকারী। ওই জওয়ান আত্মরক্ষায় গুলি চালান। বাকিরা পালালেও দলের এক জন জখম হয়। হাসপাতালে সে মারা যায়। পাচারকারীদের বিরুদ্ধে বিএসএফ বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছে।

ওই ঘটনার পরপরই বিজিবি কর্তারা ফ্ল্যাগ মিটিংয়ে বিএসএফ-কে জানান, তাঁদের এক সীমান্তরক্ষী নিখোঁজ। তাঁর ছবিও দেওয়া হয়। জানা যায়, নিহতের নাম মহম্মদ রিয়াসুদ্দিন। তবে তিনি কেন লুঙ্গি ও টি-শার্ট পরে পাচারকারীদের সঙ্গে ভারতীয় ভূখণ্ডে ছিলেন, সেই প্রশ্ন তুলেছে বিএসএফ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement