বর্ধমান স্টেশনের ঝুলবারান্দার অংশ ভেঙে পড়ার পর সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ধ্বংসস্তূপ। রবিবার সকালে। —নিজস্ব চিত্র
বর্ধমান স্টেশন ভবনের একাংশ ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল এক জনের। মৃতের পরিচয় জানা যায়নি। আহত আরও এক জন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। অন্য দিকে স্টেশনে ধ্বংসস্তূপ সরিয়ে নেওয়া হয়েছে। বিপজ্জনক বলে চিহ্নিত অন্য জায়গাগুলি লোহার বিম দিয়ে রাখা হয়েছে। তবে ট্রেন চলাচল বা যাত্রী পরিষেবা স্বাভাবিক বলে দাবি পূর্ব রেলের।
শনিবার রাতে বর্ধমান স্টেশনে ঢোকার মুখের ঝুলবারান্দা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ওই ঘটনায় দু’জন আহত হয়েছিলেন। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। রবিবার রাত দুটো ৩৫ মিনিটে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রেল। অন্য আহত ঝাড়খণ্ডের বাসিন্দা হেপনা টুডুর চিকিৎসা চলছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী জানিয়েছেন, এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তাঁর পরিচয় এখনো জানা যায়নি। একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নতুন করে কোনও হতাহতের খবর নেই।
শনিবার রাতেই ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছিল। রাতেই সেই কাজ শেষ হয়েছে। ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠনের কথা আগেই জানিয়েছিল রেল। সেই কমিটি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। তবে প্রাথমিক ভাবে অনুমান, বৃষ্টির জেরে এবং ট্রেন চলাচলের কম্পনের জেরে শতাব্দীপ্রাচীন স্টেশনের ওই কাঠামো ভেঙে পড়েছে। এই ঘটনার পর আরও কিছু জায়গা বিপজ্জনক বলে চিহ্নিত করেছে রেল কর্তৃপক্ষ। সেই সব জায়গায় অস্থায়ী ভাবে লোহার বিম দিয়ে সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।
তবে স্টেশনের পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল। যাত্রীদের টিকিট কাটা বা অন্য কোনও সমস্যা নেই। লোকাল ও দূরপাল্লার ট্রেনগুলিও চলছে স্বাভাবিক ভাবেই।