ফের পুলিশের তোলাবাজির বিরুদ্ধে অভিযোগ। আর তার জেরেই পথদুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে ৬ নম্বর জাতীয় সড়কের ওপর উলুবেড়িয়ার কাছে কুলগাছিয়ায়। মঙ্গলবার সকাল ৬টা নাগাদ কোলাঘাট থেকে কলকাতাগামী একটি বালির লরির পিছনে ধাক্কা মারে একটি বোলেরো গাড়ি। গুরুতর আহত অবস্থায় চালক-সহ চার জনকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা এক জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি তিন জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার জেরে সকাল থেকেই কুলগাছিয়া এলাকায় বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, পুলিশের তোলা আদায়ের জেরেই এই দুর্ঘটনা হয়েছে। এ দিন সকালে পুলিশ টাকা নেওয়ার জন্য ট্রাকটিকে দাঁড় করায়। পিছনের বোলেরো গাড়িটি গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ধাক্কা মারে ট্রাকের পিছনে। এই ঘটনার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। অবরোধ করা হয় জাতীয় সড়ক। বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান উলুবেড়িয়া থানার এসডিপিও সুনীল শিকদার। প্রায় ঘন্টা দুয়েক পরে ওঠে অবরোধ। তবে তোলাবাড়ির অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। মাসখানেক আগেই দমদমের ভিআইপি রোডের কাছে লরি আটকে পুলিশের তোলাবাজির জেরে দুই লরির সংঘর্ষে আহত হয়েছিলেন ৪ জন। ইটাহারের কাছে জাতীয় সড়কে প্রাতঃভ্রমণে বেড়িয়ে তোলাবাজি থেকে বাঁচতে প্রচণ্ড গতিতে ধয়ে আসা লরির তলায় পিষ্ট হতে হয়েছিল এক ব্যাক্তিকে। বেলঘরিয়ায় তোলার থেকে পালাতে যাওয়া লরির তলায় অকালে ঝড়ে গিয়েছিল চার নির্দোষ শিশুর প্রাণ। আর এ বার উলুবেরিয়া। রক্ষকের নামেই ভক্ষকের অভিযোগ উঠছে রাজ্য জুড়ে। সর্বত্র প্রশ্ন উঠছে এ ভাবে আর কত দিন?
আরও পড়ুন— ১৯টি লাশে চোকাতে হল নৌকাডুবির দাম