ছবি: প্রতিনিধিত্বমূলক।
ডেঙ্গিতে গত শনিবার শহরে মৃত্যু হয়েছে ১০ বছরের এক বালিকার। তার পরেই সতর্ক প্রশাসন। ডেঙ্গি রুখতে পুরপ্রশাসনের সঙ্গে বৈঠকে বসলেন স্বাস্থ্যভবনের কর্তারা। ডেঙ্গি আক্রান্তকে প্লেটলেট দেওয়ার নির্দেশিকাও প্রকাশ করেছে স্বাস্থ্যভবন। স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, ডেঙ্গি আক্রান্তের খবর মিললেও পরিস্থিতি হাতের বাইরে যায়নি।
শনিবার পার্ক সার্কাসের একটি বেসরকারি হাসপাতালে ১০ বছরের বালিকার মৃত্যু হয়েছে। তার বাড়ি পিকনিক গার্ডেনে। গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। ডেঙ্গির উপসর্গ ছিল। তার মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গির উল্লেখ রয়েছে।
এই খবর প্রকাশ্যে আসতেই সতর্ক স্বাস্থ্যভবন। স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানান, কলকাতা-সহ আশপাশের কিছু জায়গায় ডেঙ্গি হলেও পরিস্থিতি হাতের বাইরে চলে যায়নি। ডেঙ্গি আক্রান্তের খবর পাওয়া গেলে সতর্ক হয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন, পুরপ্রশাসনের সঙ্গে বৈঠক করা হয়েছে, যাতে ডেঙ্গি ছড়াতে না পারে। কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তাঁর কথায়, ‘‘মৃত্যু বেশি হলে কারণ খতিয়ে দেখতে হবে। তবে পরিস্থিতি সে রকম উদ্বেগজনক নয়।’’
সোমবার ডেঙ্গি আক্রান্তকে প্লেটলেট দেওয়ার নির্দেশিকাও প্রকাশ করেছে স্বাস্থ্যভবন। কোন রোগীকে, কোন পরিস্থিতিতে প্লেটলেট দেওয়া হবে, তা জানানো হয়েছে।
রক্তপাত ছাড়া রোগীর প্লেটলেট ১০ হাজারের নীচে নামলে প্লেটলেট দেওয়া যেতে পারে।
রক্তপাত ছাড়া ১০ হাজার থেকে ২০ হাজারের মধ্যে প্লেটলেট কাউন্ট হলে প্লেটলেট দেওয়ার প্রয়োজন নেই।
তবে বেশি রক্তপাত হলে, সেক্ষে ত্রে রোগীর প্লেটলেট ২০ হাজারের বেশি থাকলেও অবস্থা বুঝে চিকিৎসক সিদ্ধান্ত নেবেন।
সময় নষ্ট না করে যাতে ব্লাড ব্যাঙ্ক দ্রুত প্লেটলেট ব্যবস্থা করতে পারে, তার জন্য প্লেটলেটের রিক্যুইজিশনে রোগীর রক্তের গ্রুপ পরিষ্কার ভাবে উল্লেখ করতে হবে।