Shalimar Station

শালিমার স্টেশনের শেড ভেঙে ১ শ্রমিকের মৃত্যু, আহত আরও পাঁচ

ছ’জন শ্রমিক শেড চাপা পড়েন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯ ২০:৫২
Share:

শালিমার স্টেশনে ভেঙে পড়া শেড। —নিজস্ব চিত্র

দক্ষিণ পূর্ব রেলের শালিমার স্টেশনে নির্মীয়মান শেড ভেঙে পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। আহত হলেন আরও পাঁচ জন। শেডটি ওভার হেড বিদ্যুতের তারের উপর ভেঙে পড়ায় বিঘ্নিত হয় রেল পরিষেবাও।

Advertisement

ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে শালিমার স্টেশনে। দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছে এ দিন ৩টে নাগাদ। রেল জানিয়েছে, শালিমার স্টেশন উন্নয়ন প্রকল্পের অংশ হিসাবে সেখানকার একটি অংশে শেড তৈরির কাজ করছিল একটি ঠিকাদার সংস্থা।

এ দিন শ্রমিকরা যখন কাজ করছিলেন, তখন হঠাৎ করেই শেডটি ভেঙে পড়ে। ছ’জন শ্রমিক শেড চাপা পড়েন। রেল কর্মী এবং রেল পুলিশ প্রথমে উদ্ধার কাজ শুরু করে। ঘটনাস্থলে এসে পৌঁছয় হাওড়া কমিশনারেটের পুলিশ। সন্ধ্যা পর্যন্ত ছ’জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে ছাউনির তলা থেকে।তাঁদের মধ্যে একজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বাকি পাঁচজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিশেষ বাহিনী। তারা ওই ভেঙে পড়া ছাউনি সরানোর কাজ শুরু করেছে। নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন আরও কেউ আটকে রয়েছেন কি না।

Advertisement

মৃত শ্রমিক। —নিজস্ব চিত্র

আরও পড়ুন: ‘সব সত্যি বলে দিয়েছি’, জানালেন মির্জা, মুখোমুখি জেরায় নিশানায় ছিলেন মুকুলই​

আরও পড়ুন: আগামী কাল অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিচ্ছেন সব্যসাচী দত্ত

ঘটনার পরেই রেলের পদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছন। তাঁদের ঘিরে বিক্ষোভ দেখানো শুরু করেন শ্রমিকরা। তাঁরা ক্ষতিপূরণ দাবি করেন। রেল কর্মীদের একাংশের অভিযোগ, কয়েকদিনের বৃষ্টিতে ছাউনির স্তম্ভ দুর্বল হয়ে গিয়েছিল। তার জেরেই ওই ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কর্মীরা দেখেন, ন্যূনতম নিরাপত্তা বিধি না মেনেই কাজ করছিলেন শ্রমিকরা। কারও মাথায় হেলমেটও ছিল না।

দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সঞ্জয় মোহান্তির নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, ওই ঠিকাদার সংস্থার ভূমিকা খতিয়ে দেখা হবে। কেন নিরাপত্তা বিধি মানা হল না, তা-ও দেখবে তদন্ত কমিটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement