কলকাতা হাই কোর্ট। ফাইল চিত্র।
ভাগাড়-কাণ্ডের একটি মামলায় নিম্ন আদালতের রায় খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বনগাঁ আদালতের রায় খারিজ করে সাজাপ্রাপ্ত বন্দি স্বরূপ সেনকে দ্রুত মুক্তি দেওয়ার নির্দেশ দেন।
২০১৮ সালে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলি থেকে ভাগাড়ে ফেলে দেওয়া মৃত পশু ও হাঁস-মুরগির মাংসের রমরমা ব্যবসার ঘটনা সামনে এসেছিল। সে সময় ভাগাড়ের মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বনগাঁর একটি হোটেলের মালিক স্বরূপকে। বনগাঁ আদালত ওই মামলায় দোষী সাব্যস্ত স্বরূপকে ৫ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছিল। সেই থেকে জেলে বন্দি তিনি।
নিম্ন আদালতের সেই রায় চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেছিলেন স্বরূপ। বুধবার হাইকোর্ট তাঁকে বেকসুর খালাস করেছে। বিচারপতি ভট্টাচার্য রায় ঘোষণা করে জানান, অভিযুক্তের বিরুদ্ধে যে ধারা দেওয়া হয়েছে, তাতে এই সাজা হতে পারে না।