অনুব্রত মণ্ডল।
শুক্রবার বিকেলেই তৃণমূল ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে জোড়াফুল শিবিরে যোগ দিলেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। মুকুলের এই প্রত্যাবর্তন নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘গোয়ালের গরু দড়ি ছিঁড়ে বেরিয়ে গিয়েছিল, আবার খুঁটিতে এনে বাঁধা হল।’’
মুকুল রায়-সহ অনেকেই কেন ফিরছেন তৃণমূলে? এই প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, ‘‘গোয়ালে অনেক গরু থাকে জানেন। তারা রাতে দড়ি ছিঁড়ে বেরিয়ে যায়। আবার সকালে তাদের খুঁটিতে বেঁধে দেওয়া হয়।’’
খোঁচা দেওয়ার সুরেই অনুব্রত বলেন, ‘‘আগে সংবাদমাধ্যমে শুনতাম মুকুল নাকি তৃণমূলের চাণক্য। একুশের নির্বাচনে তো মুকুল ছিলেন না। তার পরও বড় জয় পেয়েছে তৃণমূল। এতেই প্রমাণ হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ই আসল চাণক্য। মমতা যা চাইবেন, তাই হবে। উনি যদি মনে করেন, দলের মুকুলকে দরকার, তা হলে নেওয়া হবে। মমতাই শেষ কথা।’’