উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন। —ফাইল চিত্র।
উপ মুখ্য নির্বাচন কমিশনার তথা কমিশনে পশ্চিমঙ্গের ভারপ্রাপ্ত সুদীপ জৈন-সহ দুই কর্তা আজ, বুধবার রাতে কলকাতায় পৌঁছচ্ছেন। আগামিকাল, পুলিশ-প্রশাসনের কর্তাদের সঙ্গে কলকাতার হোটেলে বৈঠক হওয়ার কথা। তিনি যাবেন উত্তরবঙ্গেও। সেখানেও তিনি প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে কমিশন সূত্রে খবর।
রাজ্যে আসন্ন বিধানসভা ভোটের প্রাথমিক রূপরেখা ঠিক করবেন সুদীপ জৈন। করোনা আবহে যে হেতু এ বার নির্বাচন, তাই আগে থেকেই ভোট প্রস্তুতিতে জোর দেওয়া হচ্ছে। কমিশন সূত্রে খবর, রাজ্যকে তিনটি ভাগে ভাগ করে ভোট প্রস্তুতির কাজ দেখতে জেলা সফরে যেতে পারেন নির্বাচন কমিশনের কর্তারা। শনিবার পর্যন্ত রাজ্যে থাকতে পারেন কমিশন কর্তারা।
সাধারণ ভাবে, ভোট প্রস্তুতির শুরুতেই কমিশন কর্তাদের জেলা সফর নজিরবিহীন পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) আরিজ আফতাব-সহ পদস্থ আধিকারিকেরা।
আরও পড়ুন: ষড়যন্ত্র হচ্ছে তাঁর বিরুদ্ধে, হস্তক্ষেপ চেয়ে রাজ্যপালকে চিঠি দিলেন শুভেন্দু
আরও পড়ুন: বিধায়ক পদ ত্যাগ করলেও মুখে কুলুপ শুভেন্দুর, দিল্লি যাত্রা কি বৃহস্পতিবারই