List of Holidays

রাজ্যে আগামী বছর অনেক ছুটিই নষ্ট, পুষিয়ে দিয়ে বাড়তির তালিকাও দিল নবান্ন

২০২৩ সালে দুর্গাপুজোর অষ্টমী ২২ অক্টোবর। ১২ নভেম্বর কালীপুজো। এই দু’টি দিনই রবিবার। ১৯ নভেম্বর ছটপুজোও রবিবার। এ ছাড়াও ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের দিনেই পড়েছে সরস্বতী পুজো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২২ ২০:৪৫
Share:

২০২৩ সালে বেশ কিছু উৎসব, অনুষ্ঠান রবিবারে পড়েছে। গ্রাফিক: সৌভিক দেবনাথ।

অক্টোবরেই আগামী বছরের ছুটির তালিকা প্রকাশ করে দিয়েছে নবান্ন। এনআই (ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট) আইন মেনে ছুটির পাশাপাশি রাজ্য সরকারের কর্মীরা বাড়তি কিছু ছুটি পাবেন। শুক্রবার তা ঘোষণা করেছে রাজ্যের অর্থ দফতর। দুর্গাপুজো, সরস্বতীপুজো, ইদ, ভাইফোঁটা উপলক্ষে পরের বছর অতিরিক্ত ছুটি পাবেন এ রাজ্যের সরকারি কর্মীরা। তবে বেশ কিছু উৎসব, অনুষ্ঠান আবার রবিবারে পড়েছে। সে কারণে হাতছাড়া হয়েছে ছুটি। সেই তালিকাও খুব সংক্ষিপ্ত নয়।

Advertisement

২০২৩ সালে অষ্টমী পড়েছে রবিবার। ফলে সেই ছুটি হাতছাড়া সরকারি কর্মীদের। পয়লা জানুয়ারি পড়েছে রবিবার। ৫ ফেব্রুয়ারি গুরু রবিদাসের জন্মদিনও রবিবারেই। ১৯ মার্চ হরিদাস ঠাকুরের জন্মদিন। ওই দিনটিও রবিবার। ২০২৩ সালে দুর্গাপুজোর অষ্টমী ২২ অক্টোবর। ১২ নভেম্বর কালীপুজো। এই দু’টি দিনই রবিবার। ১৯ নভেম্বর ছটপুজোও রবিবার। এ ছাড়াও ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের দিনেই পড়েছে সরস্বতী পুজো। সেই ছুটিও হাতছাড়া।

তবে বাড়তি ছুটি দিয়ে এই অভাব মিটিয়ে দিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের নির্দেশে ২০২৩ সালে কিছু বাড়তি ছুটি পাবেন সরকারি কর্মীরা। সরস্বতীপুজোর আগের দিন ২৫ জানুয়ারি থাকবে ছুটি। ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি ছুটি থাকবে। শিবরাত্রি, দোলের পরের দিন, ইদের আগের দিন, রথযাত্রা, রাখী, জন্মাষ্টমী, ফতেয়া দোয়াজে থাকছে ছুটি। কবি ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে ১৩ জুলাই দার্জিলিং, কালিম্পং জেলায় ছুটি থাকবে।

Advertisement

দুর্গাপুজোয় ১৮ অক্টোবর চতুর্থী থেকে ছুটি থাকবে সরকারি দফতর। দশমীর পরেও পুজোর ছুটি শেষ হচ্ছে না। ২০২৩ সালের ২৫, ২৬ এবং ২৭ অক্টোবর শুক্রবার পর্যন্ত ছুটি থাকবে সরকারি দফতরে। ১২ নভেম্বর কালীপুজো। সেই দিন রবিবার। কালীপুজো উপলক্ষে তাই অতিরিক্ত ছুটি থাকছে ১৩ এবং ১৪ নভেম্বর। ১৫ নভেম্বর বীরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষে ছুটি। ভ্রাতৃদ্বিতীয়ার পরের দিন ১৬ নভেম্বরও থাকছে ছুটি। ছটপুজো ১৯ নভেম্বর। সে দিন রবিবার হওয়াতে ছুটি থাকবে পরের দিন, ২০ নভেম্বর।

এ ছাড়া কিছু ছুটি রয়েছে, যা সকল রাজ্য সরকারি কর্মী পাবেন না। ৮ এপ্রিল ইস্টার স্যাটারডে’র ছুটি পাবেন খ্রিস্টানরা। ৩০ জুন হুল দিবসের ছুটি পাবেন আদিবাসীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement