প্রব্রাজিকা অমলপ্রাণা। —ফাইল চিত্র।
শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের সাধারণ সম্পাদক প্রব্রাজিকা অমলপ্রাণার জীবনাবসান হয়েছে। রবিবার দক্ষিণেশ্বর সারদা মঠে রাত ৮টা ১২ মিনিট নাগাদ তিনি প্রয়াত হন। দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে প্রায় দু’মাস ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। বয়স হয়েছিল ৯২ বছর।
আজ, সোমবার সকাল ১০টা পর্যন্ত দক্ষিণেশ্বরে মঠের প্রধান কার্যালয়ে শায়িত থাকবে মাতাজির পার্থিব দেহ। সেখানেই ভক্তেরা তাঁকে শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন। গত ২২ অক্টোবর বুকে যন্ত্রণা ও শ্বাসকষ্টের জন্য মাতাজিকে হাসপাতালে ভর্তি করা হয়। ২০ ডিসেম্বর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে দেওয়া হয়। চলছিল ডায়ালিসিসও। সূত্রের খবর, মাতাজির ইচ্ছানুসারে এ দিন সকালে তাঁকে ভেন্টিলেশন সার্পোটে হাসপাতাল থেকে দক্ষিণেশ্বরের প্রধান কার্যালয়ে আনা হয়।
১৯৯৯ সালের অগস্টে প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজির প্রয়াণের পরে ১৭ নভেম্বর থেকে সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের সাধারণ সম্পাদক পদে অমলপ্রাণা মাতাজি বৃত হন। ১৯৩১ সালে মহীশূরে তাঁর জন্ম। মহীশূর বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক পেয়ে ইতিহাসে স্নাতকোত্তর হন। স্বামী জ্যোতিশ্বরানন্দের কাছে দীক্ষা লাভের পরে ১৯৫৭ সালে সারদা মঠে যোগ দেন। ১৯৬৫ সালে ভারতীপ্রাণা মাতাজির কাছে সন্ন্যাস গ্রহণ করেন। ১৯৭১ সালের ১ জানুয়ারি বিদ্যা ভবনের সহ-সম্পাদক এবং ১ ফেব্রুয়ারি ওই প্রতিষ্ঠানেরই অধ্যক্ষা হন। ১৯৭৪-এর ১ এপ্রিল থেকে ১৯৯৯ পর্যন্ত বিদ্যা ভবনের সম্পাদক ছিলেন মাতাজি। ১৯৮৩-তে শ্রী সারদা মঠের পরিচালন সমিতির সদস্য হন। ১৯৯৪-এর মে মাসে সঙ্ঘের সহ-সম্পাদক নিযুক্ত হন তিনি।