প্রতীকী ছবি।
এত দিন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা ও সিইএসসি-র বাছাই করা কয়েকটি গ্রাহক পরিষেবা কেন্দ্রেই এলইডি বাল্ব বিক্রি করছিল কেন্দ্রীয় সংস্থা এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড (ইইএসএল)। পুজোর সময় থেকে রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্প ও ডাকঘরেও এলইডি বাল্ব ও টিউব কিনতে পারবেন বিদ্যুৎ গ্রাহকেরা।
বুধবার বণিকসভা বেঙ্গল চেম্বার অব কমার্সের উদ্যোগে শক্তি বিষয়ক এক আলোচনাসভায় এ কথা জানান ইইএসএলের ম্যানেজিং ডিরেক্টর সৌরভ কুমার। তিনি জানান, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির সঙ্গে চুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। ডাকঘরের সঙ্গেও আলোচনা চলছে। চুক্তি চূড়ান্ত হলেই বিভিন্ন শহরে এবং গ্রামাঞ্চলে এলইডি বাল্ব বিক্রি করা শুরু করা হবে।
বাজারের তুলনায় অনেকটাই কম দামে এলইডি বাল্ব ও টিউব বিক্রি করে দেশ জুড়ে সাড়া ফেলে দিয়েছে ইইএসএল। নামী বাল্ব প্রস্তুতকারক সংস্থাগুলি এলইডি সরবরাহ করছে। গত দু’বছরে সারা দেশে তারা প্রায় সাড়ে ২৫ কোটি এলইডি বাল্ব বিক্রি করেছে। তার মধ্যে পশ্চিমবঙ্গে বিক্রি হয়েছে ৫৬ লক্ষের মতো। কুমার জানান, গৃহস্থের ব্যবহার্য এলইডি বাল্বের পাশাপাশি বিভিন্ন পুর এলাকার বাতিস্তম্ভের জন্য এলইডি আলো সরবরাহ করাও তাঁদের লক্ষ্য। এই ব্যবসাতেও তাঁরা ইতিমধ্যে ৩০ লক্ষ বাল্ব বিক্রি করে ফেলেছেন। হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশনের বিভিন্ন পেট্রোল পাম্পে এলইডি বাল্ব বিক্রি শুরু হবে। ইইএসএল-কর্তৃপক্ষের আশা, পুজোর আগেই কলকাতার বিদ্যুৎ গ্রাহকদের জন্য এই পরিষেবা চালু করতে পারবেন।