দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী ভাইচুং ভুটিয়ার প্রচারে পাহাড়ে ১৩ এপ্রিল একটি জনসভা করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব মুখ্যমন্ত্রীর সফরের কথা জানান। সঙ্গে মিঠুন চক্রবর্তীরও থাকার কথা। দার্জিলিঙের চৌরাস্তায় সভাস্থল করার ব্যাপারে ভাবনাচিন্তা রয়েছে। ভোট প্রচারে উত্তরবঙ্গে এক দফা সফরের পর দ্বিতীয় দফায় তাঁর সফর শুরু হচ্ছে ১১ এপ্রিল থেকেই। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এ দিন বলেন, “পাহাড়ে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন। ১১ এপ্রিল ডালখোলা, ইসলামপুরে সভা করবেন সেখানকার প্রার্থীর সমর্থনে। সভা করার কথা রয়েছে চোপড়াতেও। এ এলাকা দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যে। দার্জিলিং ছাড়া শিলিগুড়িতেও মুখ্যমন্ত্রীর সভা ১৩ এপ্রিল বিকেলে বাঘা যতীন পার্কে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দিনহাটাতেও মুখ্যমন্ত্রীর প্রচার সূচি রয়েছে। প্রচারে আসছেন মিঠুন চক্রবর্তী, দেব, মুকুল রায়-ও।” তৃণমূল নেতৃত্বই জানিয়েছেন, আগামী ১২ এপ্রিল আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থী দশরথ তিরকের প্রচারে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দার্জিলিং কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ঘোষণার পর পাহাড়ে মোর্চার সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়ে। মোর্চা বিজেপি প্রার্থীকে সমর্থন করায় তৃণমূল তাদের প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
আগামী ১৭ এপ্রিল কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে নির্বাচন। তাই শেষ পর্বে এই এলাকাগুলিতে প্রচারে জোর দিতে তৎপর সব পক্ষই। বিজেপির তরফে ১০ এপ্রিল শিলিগুড়িতে নরেন্দ্র মোদীর জনসভার কথা জানানো হয়েছে। প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য এবং জীবেশ সরকার বামেদের প্রচার সূচির ব্যাপারে জানান, ৮ এপ্রিল সূর্যকান্ত মিশ্রর জনসভা রয়েছে বাঘা যতীন পার্কে এবং খড়িবাড়িতে। ৯ এপ্রিল বৃন্দা করাত প্রচার সভা করবেন নকশালবাড়ি, শিলিগুড়ি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফকিরটোলায়। পরে প্রধাননগরে জনসভা করবেন। ১২ এপ্রিল সীতারাম ইয়েচুরির প্রচার সভা দার্জিলিঙের চকবাজারে। বিকেলে বাগডোগরার গোঁসাইরপুর এলাকায়। ১৪ এপ্রিল মানব মুখোপাধ্যায় বিভিন্ন এলাকায় প্রচার করবেন প্রার্থীর হয়ে।
আপাতত যা ঠিক রয়েছে, তাতে ১৪ এবং ১৫ এপ্রিল দেব কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং কেন্দ্রে দলের প্রার্থীদের হয়ে প্রচার করবেন। তাঁর প্রচার সূচি রয়েছে মাথভাঙা, তুফানগঞ্জ, জলপাইগুড়ি ও শিলিগুড়ির মাটিগাড়ায়। শিলিগুড়ি শহরে রোড শো করবেন দেব। মিঠুন, মুকুলবাবুর প্রচার সভা করার কথা মেখলিগঞ্জ, কালচিনি, ময়নাগুড়ি, হলদিবাড়িতে। আজ, সোমবার এবং মঙ্গলবার রচপাল সিংহ-র প্রচার সূচি রয়েছে।
আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর ১২ এপ্রিলের সভা ঘিরে তোড়জোড় শুরু হয়েছে। রবিবার দুপুরে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে হেলিপ্যাড এবং মঞ্চ তৈরির জায়গা ঘুরে দেখেন দলের স্থানীয় নেতারা। সভাস্থলের নিরাপত্তার খুঁটিঁনাটি দেখতে এ দিন উপস্থিত ছিলেন পুলিশ এবং গোয়েন্দা দফতরের আধিকারিকরাও। অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেন, “নির্বাচনী প্রচার বলে হেলিকপ্টার নামার জায়গা থেকে সভার সব কিছু দলীয় কর্মীরা দেখছেন। পুলিশ নিরাপত্তার বিষয়টি দেখছে।” দলীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার অষ্টমীর স্নান থাকায় মঞ্চ বাঁধার শ্রমিক পাওয়া যাবে না। মঙ্গলবার থেকে রাত দিন কাজ করে মঞ্চ ও সভাস্থলে বাঁশের ব্যারিকেড হবে। তৃণমূলের জলপাইগুড়ি জেলার পর্যবেক্ষক সৌরভ চক্রবর্তী বলেন, “মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম আলিপুরদুয়ার শহরে জনসভা। এই সভা জন প্লাবনে পরিণত হবে।” মঞ্চের তিন দিক খোলা থাকছে। প্যারেড গ্রাউন্ডে হেলিকপ্টারে নেমে গাড়ি করে মঞ্চে যাবেন মুখ্যমন্ত্রী।