মাকালু শৃঙ্গ জয়ী দেবাশিসকে সংবর্ধনা

মাকালু শৃঙ্গ জয় করে শনিবার শিলিগুড়িতে ফিরলেন পর্বতারোহী দেবাশিস বিশ্বাস। গত ২৫ মে উচ্চতার নিরিখে পৃথিবীর পঞ্চম শৃঙ্গ মাকালি জয় করেছেন দেবাশিসবাবু। গত ১২ এপ্রিল দেবাশিসবাবু অভিযান শুরু করেন বলে জানা গিয়েছে। এ দিন শিলিগুড়িতে ফিরলে ন্যাফের তরফে দেবাশিসবাবুকে সংবর্ধনা দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০১৪ ০০:৩৮
Share:

মাকালু শৃঙ্গ জয়ী দেবাশিস বিশ্বাসকে সংবর্ধনা দিচ্ছেন ন্যাফের সদস্যরা। ছবি: বিশ্বরূপ বসাক।

মাকালু শৃঙ্গ জয় করে শনিবার শিলিগুড়িতে ফিরলেন পর্বতারোহী দেবাশিস বিশ্বাস। গত ২৫ মে উচ্চতার নিরিখে পৃথিবীর পঞ্চম শৃঙ্গ মাকালি জয় করেছেন দেবাশিসবাবু। গত ১২ এপ্রিল দেবাশিসবাবু অভিযান শুরু করেন বলে জানা গিয়েছে। এ দিন শিলিগুড়িতে ফিরলে ন্যাফের তরফে দেবাশিসবাবুকে সংবর্ধনা দেওয়া হয়। ন্যাফের তরফে জানানো হয়েছে, এর আগে দেবাশিসবাবু এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা এবং অন্নপূর্ণা শৃঙ্গ জয় করেছেন। মাকালু শৃঙ্গের উচ্চতা প্রায় ৮,৪৬৩ মিটার। মাকালু নিয়ে দেবাশিসবাবু ৮ হাজার মিটারের বেশি উঁচু পাঁচটি শৃঙ্গ জয় অভিযান সেরে ফেলেছেন বলে ন্যাফের তরফে জানানো হয়েছে।

Advertisement

মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগর তথা ম্যাকের সদস্য আয়কর দফতরের ইন্সপেক্টর দেবাশিসবাবু এ দিন বলেন, “সফলভাবে অভিযান সারতে পেরে নিশ্চয়ই আনন্দিত। তবে ছন্দা গায়েন-সহ দুই শেরপার জন্য মনটা খারাপ হয়েছে। যাই হোক আমার অভিযানে যাঁরা সাহায্য করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ।”

ন্যাফের মুখপাত্র অনিমেষ বসু বলেন, “অভিযান শুরুর আগেও দেবাশিসকে শুভেচ্ছা জানানো হয়েছিল। সফল অভিযান শেষ করায় দেবাশিসকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দেবাশিসের সাফল্যে আমরাও গর্বিত।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement