‘তৃণমূল মুখে বলে গরিবের পার্টি। আর নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করছে এই তৃণমূল। কয়েক দিন আগে ৫৮ লক্ষ টাকা খচ করে তিন দিন ধরে চার্টার্ড হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী প্রচার করলেন। এত টাকা আসে কোথা থেকে’। মঙ্গলবার জেলা পাটি অফিসে সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু এই ভাবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন। তিনি বলেন, “তৃণমূল এখন দুর্নীতিতে ডুবে। চিটফান্ড থেকে কোটি কোটি টাকা মেরেছে। সেই টাকা খরচ করছে।” বিমান বলেন, “শুধু সারদা নয়, সব ধরনের চিটফান্ড সংস্থার সঙ্গে তৃণমূল আষ্টেপৃষ্টে জড়িয়ে। এই সরকার তিন বছরে টেট কেলেঙ্কারি, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন নিগম কেলেঙ্কারি, এসএসসি কেলেঙ্কারিতে জড়িয়েছে। কুনাল ঘোষ মুখ খুললেই তৃণমূলের পর্দা ফাঁস হয়ে যাবে। সেই জন্য কুনাল ঘোষের মুখ বন্ধ করতে তৃণমূল ওকে জেলে আটকে রেখেছে।” বামফ্রন্ট চেয়ারম্যান জানান, মালদহে কংগ্রেস ও তৃণমূল দুই দলই গনিখান চৌধুরীর। গনিকে সামনে রেখে কংগ্রেস, তৃণমূল ময়দানে নেমেছে। গনিখান যতদিন বেঁচে ছিলেন তত দিন মালদহের মানুষের কাছে গনি-মোহ ছিল। এখন গনি-মোহ কেটে গিয়েছে।”
অনুব্রত মণ্ডল প্রসঙ্গে বিমান বসু বলেন, “কারও যদি শরীরে অক্সিজেন কম থাকে তাঁকে ডাক্তার দেখাতে হবে। অথচ তাঁর চিকিৎসা না করিয়ে অপকর্ম করায় প্রশয় দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।” সম্প্রতি তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে জেলে পোরার বলেছেন। বিমানবাবু বলেন, “যিনি এ কথা বলেছেন তিনি আমার থেকে ওজনে বড়। উচ্চতায় বড়। তাই মন্তব্য করব না।” জেলা তৃণমূল সভানেত্রী সাবিত্রী মিত্র বলেন, “ওদের মুখে মুখ্যমন্ত্রীর সমালোচনা করা শোভা পায় না।”