বাইক মিছিল করায় অভিযুক্ত তৃণমূল

নির্বাচন বিধি অমান্য করে বাইক মিছিল করার অভিযোগে অজ্ঞাত পরিচয় একদল তৃণমূল কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। শুক্রবার রায়গঞ্জ থানার পুলিশ অভিযুক্ত তৃণমূল কর্মীদের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে ভারতীয় দন্ডবিধির জামিনযোগ্য ১৮৮ ধারায় মামলা দায়ের করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রায়গঞ্জ শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৬ ০২:৪৪
Share:

নির্বাচন বিধি অমান্য করে বাইক মিছিল করার অভিযোগে অজ্ঞাত পরিচয় একদল তৃণমূল কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। শুক্রবার রায়গঞ্জ থানার পুলিশ অভিযুক্ত তৃণমূল কর্মীদের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে ভারতীয় দন্ডবিধির জামিনযোগ্য ১৮৮ ধারায় মামলা দায়ের করেছে।

Advertisement

উত্তর দিনাজপুরের পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠৌর বলেন, ‘‘ভিডিও ফুটেজ ও বাইকের নম্বর দেখে বাইক মালিকদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। তারপরেই তাঁদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ করা হবে।

গত বৃহস্পতিবার রায়গঞ্জ ও ইটাহার বিধানসভা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী পূর্ণেন্দু দে ও অমল আচার্য রায়গঞ্জের কসবা মোড় থেকে হুডখোলা জিপে চড়ে প্রায় ১৩ কিলোমিটার দূরে কর্ণজোড়ায় গিয়ে প্রশাসনিক আধিকারিকদের কাছে মনোনয়নপত্র জমা দেন। ওই হুডখোলা জিপের আগে ও পেছনে শতাধিক তৃণমূল কর্মী বাইক নিয়ে মিছিল করে কর্ণজোড়া এলাকায় যান বলে অভিযোগয় ওই ঘটনার পর জেলা প্রশাসনের নির্দেশে প্রশাসনের ফ্লাইং স্কোয়াড ও ভিডিও সার্ভিল্যান্স টিমের সদস্যরা সেই বাইক মিছিলের ভিডিও ফুটেজ সমেত পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

Advertisement

জেলাশাসক রণধীর কুমার বলেন, ‘‘নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক কোনও রাজনৈতিক দলের কর্মীদের বাইক মিছিল নিষিদ্ধ। তাই বাইক মিছিলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’

জেলা তৃণমূল সভাপতি তথা ইটাহারের তৃণমূল প্রার্থী অমলবাবু বলেন, ‘‘আমি আগেই বলেছি উত্সাহীরা বাইক নিয়ে প্রার্থীদের চলন্ত গাড়ির আগে ও পিছনে মিছিল করলে দলের কিছু করার নেই। তাছাড়া কোনও বাইকেই দলীয় পতাকা ছিল না। তাই এই ঘটনার সঙ্গে দলের কোনও
সম্পর্ক নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement