পাহাড় নিয়ে কমিশনে বিজেপি

রাজ্য নেতারা কঠোর অবস্থান নিতে চাইলেও বিজেপির কেন্দ্রীয় নেতারা বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে নরম অবস্থান নিয়ে এসেছেন। কিন্তু ভোটের মুখে আজ দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ও সরকারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানিয়ে এল বিজেপি। রাজনৈতিক কারণে গোর্খা জনমুক্তি মোর্চাকে অহেতুক হেনস্থার অভিযোগ তুলল তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ মার্চ ২০১৪ ০৫:২৬
Share:

রাজ্য নেতারা কঠোর অবস্থান নিতে চাইলেও বিজেপির কেন্দ্রীয় নেতারা বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে নরম অবস্থান নিয়ে এসেছেন। কিন্তু ভোটের মুখে আজ দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ও সরকারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানিয়ে এল বিজেপি। রাজনৈতিক কারণে গোর্খা জনমুক্তি মোর্চাকে অহেতুক হেনস্থার অভিযোগ তুলল তারা।

Advertisement

গোর্খা জনমুক্তি মোর্চা সমর্থিত দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী এস এস অহলুওয়ালিয়া গতকালই জানিয়েছিলেন, পুরনো মামলায় মোর্চা নেতাদের গ্রেফতার করা হচ্ছে। পুরনো মামলা ফের খুঁচিয়ে তোলা হচ্ছে। আজ বিজেপির রাজ্যসভার সাংসদ আর রামকৃষ্ণ মুখ্য নির্বাচন কমিশনার ভি এস সম্পতের সঙ্গে দেখা করে অভিযোগ করেন, ২০১১ সালে যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়েছিল, তা না মেনেই গ্রেফতার করা হচ্ছে মোর্চা নেতাদের। কারণ, চুক্তিতে বলা ছিল হত্যার মতো গুরুতর বিষয় ছাড়া গোর্খা আন্দোলনের সময়ের বাকি মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। তা তো করা হচ্ছেই না, উল্টে অহলুওয়ালিয়ার নাম ঘোষণার পরেই তৃণমূল কংগ্রেস ও সেই দল পরিচালিত সরকার নিছক রাজনৈতিক কারণে অহেতুক হেনস্থা করছে মোর্চা নেতাদের।

বিজেপি অভিযোগ করে, দার্জিলিংয়ের পুলিশ সুপার যুক্তি দিয়েছেন নির্বাচন কমিশনের নির্দেশেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে। কমিশন জানায়, ভোটের আগে সমাজবিরোধী কাজে যুক্ত সব ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে ঠিকই। কিন্তু রাজনৈতিক কারণে যদি কাউকে গ্রেফতার করা হয়, কমিশন বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবে। এর পাশাপাশি বিজেপি আজ কমিশনের কাছে অনুরোধ জানায়, ভোট গণনা শিলিগুড়ির বদলে দার্জিলিংয়ে করা উচিত। তা না হলে পাহাড়ে ভুল বার্তা যায়। একান্তই তা সম্ভব না হলে দার্জিলিং ও শিলিগুড়ি উভয় জায়গাতেই গণনার কাজ করানোর প্রস্তাব দেওয়া হয়েছে কমিশনের কাছে।

Advertisement

বিজেপির কেন্দ্রীয় নেতাদের মমতার দল ও সরকারের বিরুদ্ধে এ হেন নালিশের দৃষ্টান্ত সাম্প্রতিক অতীতে বিরল। কারণ, নরেন্দ্র মোদী থেকে রাজনাথ সিংহ- বিজেপির কেন্দ্রীয় নেতারা সম্প্রতি মমতার প্রতি নরম মনোভাবই পোষণ করে এসেছেন। রাজ্য নেতৃত্ব মমতার প্রতি রণং দেহি মনোভাব নিলেও। বিজেপির এক শীর্ষ নেতা বলেন, “ভোটের পর কী হবে, পরে দেখা যাবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement