পুরসভা, মহকুমা পরিষদে ভোট চায় বামেরা

রাজ্যে তৃণমূল ক্ষমতাসীন হওয়ার আগেই শিলিগুড়ি পুরসভা হাতছাড়া হয়েছিল বামেদের। সেই শিলিগুড়ি থেকেই বামেরা ঘুরে দাঁড়াবে বলে দাবি করল দার্জিলিং জেলা সিপিএম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৪ ০২:৩৬
Share:

পুরসভা এবং মহকুমা পরিষদে দ্রুত নির্বাচনের দাবিতে বামেদের মিছিল শিলিগুড়িতে। শুক্রবার তোলা নিজস্ব চিত্র।

রাজ্যে তৃণমূল ক্ষমতাসীন হওয়ার আগেই শিলিগুড়ি পুরসভা হাতছাড়া হয়েছিল বামেদের। সেই শিলিগুড়ি থেকেই বামেরা ঘুরে দাঁড়াবে বলে দাবি করল দার্জিলিং জেলা সিপিএম।

Advertisement

শিলিগুড়ি পুরসভা এবং মহকুমা পরিষদ দুই ভোটেই বামেরা ভাল ফল করবে বলে আশাবাদী তাঁরা। শুক্রবার শিলিগুড়িতে মহা মিছিল করে জেলা বামফ্রন্ট। এ দিন দুপুরে শিলিগুড়িতে, হিলকার্ট রোডে জেলা সিপিএম কার্যালয় অনিল বিশ্বাস ভবন থেকে মিছিল শুরু হয়। হিলকার্ট রোড ঘুরে হাসমিচক হয়ে মিছিলটি শেষ হয় শিলিগুড়ি আদালত চত্বরে। আদালতের সামনে আধঘন্টা জমায়েত করেন বাম নেতা-কর্মীরা।

দ্রুত শিলিগুড়ি পুরসভা এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটের দাবিতে এ দিন বামেরা মিছিল করেন। মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা বামফ্রন্টের সমস্ত শীর্ষস্থানীয় নেতারা। জেলা সিপিএমের সম্পাদক জীবেশ সরকার, আরএসপি-র বিকাশ সেনরায়, সিপিএমের নুরুল ইসলাম, ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক অনিরুদ্ধ বসু, সিপিআইয়ের জেলা সম্পাদক উজ্জ্বল চৌধুরী প্রমুখ। মিছিলে যোগ দেন শিলিগুড়ি মহকুমা এলাকার বহু মানুষ। অশোকবাবুর দাবি, “মিছিলে বিপুল সংখ্যক উপস্থিতি দেখে আমরা যথেষ্ট আশাবাদী। শিলিগুড়ি থেকেই আমরা ঘুরে দাঁড়াব।” সেই সঙ্গে তিনি জানান, সংবিধান মেনে নির্বাচনী প্রক্রিয়া শুরুর দাবি জানিয়েছেন তাঁরা। জেলাশাসকের মাধ্যমে মুখ্য সচিবের কাছে দাবিপত্র পাঠানো হয়েছে। এদিন শিলিগুড়িতে অতিরিক্ত জেলাশাসককে স্মারকলিপি দিয়েছেন বাম নেতারা। দ্রুত ভোট পর্ব সেরে নতুন বোর্ড গঠন না হলে শিলিগুড়ি মহকুমার নাগরিক পরিষেবা ভেঙে পড়বে বলেও আশঙ্কা করেছেন প্রাক্তন পুরমন্ত্রী।

Advertisement

দ্রুত পুর নির্বাচনের দাবিতে পুরসভায় দিনভর অবস্থান করল বিজেপি-ও। শুক্রবার শিলিগুড়ি পুরসভা চত্বরে মঞ্চ বেঁধে ধর্নায় বসেন তাঁরা। জেলার নেতারা দ্রুত নির্বাচনের দাবিতে বক্তব্য রাখেন। বিজেপি-র দার্জিলিং জেলা সভাপতি রথীন্দ্র বসু বলেন, “আগামী ১ অক্টোবর বর্তমান পুর বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে। তাই আমরা দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছি।” তাঁর কথায়, গত নির্বাচনে বাসিন্দারা কংগ্রেস-তৃণমূলকে জিতিয়েছিলেন। কিন্তু কংগ্রেস-তৃণমূল নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে। তাঁর দাবি, “পুরসভা অচল হয়ে রয়েছে। সুষ্ঠু নাগরিক পরিষেবা দিতে আমরা চাই দ্রুত নির্বাচন হোক।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement