নিরাপত্তা নিয়ে বৈঠক সিপি-র

শহরের বিভিন্ন ব্যাঙ্কের শাখার নিরাপত্তা ব্যবস্থা কতটা মজবুত তা জানতে আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার মনোজ ভার্মা। শনিবার সেবক রোড লাগোয়া একটি ভবনে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কের কর্তা, আধিকারিকদের বৈঠকে ডাকা হয়েছিল।

Advertisement
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৫ ০২:০৬
Share:

শহরের বিভিন্ন ব্যাঙ্কের শাখার নিরাপত্তা ব্যবস্থা কতটা মজবুত তা জানতে আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার মনোজ ভার্মা। শনিবার সেবক রোড লাগোয়া একটি ভবনে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কের কর্তা, আধিকারিকদের বৈঠকে ডাকা হয়েছিল। সংশ্লিষ্ট ব্যাঙ্কের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা ছাড়াও গ্রাহকদের নিরাপত্তা নিয়ে কী ধরণের পদক্ষেপ করতে হবে তাও পুলিশের তরফে জানানো হয়েছে। ব্যাঙ্কে ডাকাতি টেকাতে প্রতিটি ঘরে সিসি ক্যামেরা লাগানো সহ রাতের বেলায় কী ধরণের পদক্ষেপ করতে হবে তাও জানানো হবে। এটিএম কার্ডে নানা প্রতারণা ঠেকাতেও ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আরও জোরদার প্রচার চালানোর অনুরোধ জানানো হয় পুলিশের তরফে। পুলিশ কমিশনার বলেন, ‘‘ব্যাঙ্কের নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে তা আমরা জেনেছি, সেই সঙ্গে আমাদের পরামর্শ জানানো হয়েছে। সব ব্যাঙ্কের প্রতিনিধিরাই ছিলেন। খুব ভাল আলোচনা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement