টুকরো খবর

বকেয়া টাকা চাওয়া নিয়ে বচসায় এক মুরগি ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠেছে এক চা শ্রমিকের বিরুদ্ধে। বুধবার সকালে ডুয়ার্সের বানারহাট থানা এলাকার বিন্নাগুড়ি হাটের কাছে ঘটনাটি ঘটেছে। নিহতের নাম মনোজ থাপা (৪৬)।

Advertisement
শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৪ ০৩:১৩
Share:

ব্যবসায়ী খুনে ধৃত চা শ্রমিক
নিজস্ব সংবাদদাতা • বিন্নাগুড়ি

Advertisement

বকেয়া টাকা চাওয়া নিয়ে বচসায় এক মুরগি ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠেছে এক চা শ্রমিকের বিরুদ্ধে। বুধবার সকালে ডুয়ার্সের বানারহাট থানা এলাকার বিন্নাগুড়ি হাটের কাছে ঘটনাটি ঘটেছে। নিহতের নাম মনোজ থাপা (৪৬)। তাঁর গলায় ও ঘাড়ে ভোজালির আঘাতের চিহ্ন রয়েছে। বিকালে বিন্নাগুড়ি চা বাগানে শ্রমিক তথা অভিযুক্ত সুখনাথ মুন্ডা বানারহাট থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। মাস খানেক আগে সুখনাথ ওই মুরগি ব্যবসায়ীর কাছে ছয় হাজার টাকা ধার নেন। তবে তিনি জুয়ায় তা হেরে যান বলে অভিযোগ। কয়েকদিন ধরে টাকা ফেরতের জন্য মনোজবাবু তাঁর উপরে চাপ দিচ্ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় দুই জনের বচসা হয়। বুধবার আচমকা অভিযুক্ত ভোজালি নিয়ে মনোজবাবুর উপর চড়াও হন। এলাকার লোকজন ভয়ে পালাতে থাকেন। বাসিন্দারা জানান, প্রতিনিয়ত হাটে জুয়ার আসর বসছে। মারপিট লেগেই রয়েছে। শিশুশিক্ষা কেন্দ্র লাগোয়া ওই হাটে জুয়া বন্ধ করার জন্য বাসিন্দারা ১৬ জুন বানারহাট থানায় স্মারকলিপিও দেন। তার পরেও পুলিশ কোনও রকম ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এলাকার পঞ্চায়েত সদস্য শ্যামকুমার রবিদাস বলেছেন, “পুলিশ ব্যবস্থা নিলে এমন ঘটনা হয়তো ঘটত না।”

Advertisement

টানা বৃষ্টি পাহাড়ে
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং

টানা পাঁচদিন ধরে বৃষ্টি চলছে পাহাড়ে। কখনও ইলশেগুঁড়ি, কখনও বা মুষলধারে। দিনের সবসময়েই কালো মেঘে ঢাকা থাকছে আকাশ। বৃষ্টি চলতে থাকায় দার্জিলিঙের তাপমাত্রাও কিছুটা কমেছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দার্জিলিঙের তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। দার্জিলিং শহর সহ লাগোয়া এলাকাতে বৃষ্টি চলতে থাকায়, পর্যটকদের অনেককেই ঘরবন্দি থাকতে হচ্ছে। যদিও, পাহাড়ি পথে বড়সর ধসের কোনও খবর নেই বলে প্রশাসন জানিয়েছে। বৃষ্টি চলছে সমতলেও। কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, নিম্নচাপের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে।

দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে শিলিগুড়ির ইস্টার্নবাইপাস এলাকায় ডাম্পিং গ্রাউন্ডের কাছে। অপর একটি ট্রাকের খালাসি মৃত সালাম হুসেন (১৮) তাাঁদের গাড়ির চাকা নষ্ট হওয়ায় রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে মেরামত করছিলেন। সে সময় অ

দুষ্কৃতী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি

পুলিশ আর সিআরপিএফ ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রশস্ত্র সহ ধরা পড়েছে এক দুষ্কৃতী। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২টি দেশি বন্দুক, ২টি দেশি বোমা এবং দুইটি সামরিক পোশাক। মঙ্গলবার রাতে কোকরাঝাড় জেলার গোসাইগাঁও থানার কর্তিমারি গ্রামে ঘটনাটি ঘটেছে। ধৃতের নাম ইমতাজ আলি। তার বাড়ি গোসাইগাঁও থানার পানিজানি গ্রামে। পুলিশ দেখে তার এক সঙ্গী পালিয়ে যায়।

গ্রাম পঞ্চায়েতে তালা

রাস্তা তৈরি, সংস্কারের বরাত দেওয়ায় দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগে পঞ্চায়েতের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। বুধবার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে রায়গঞ্জের শীতগ্রাম পঞ্চায়েতে। গ্রাম পঞ্চায়েতটি কংগ্রেসের দখলে রয়েছে। এ দিন বেলা ১২টা নাগাদ স্থানীয় যুব তৃণমূলের নেতারা বিক্ষোভে নেতৃত্ব দেন। তাতে অফিসে আটকে পড়েন পঞ্চায়েতের কর্মীরা। আড়াই ঘণ্টা ধরে বিক্ষোভ চলার পরে, দুপুর আড়াইটে নাগাদ পুলিশ ও ব্লক প্রশাসনের কর্তাদের আশ্বাসে আন্দোলনকারীরা তালা খুলে দেন। রায়গঞ্জের বিডিও এবং মহকুমাশাসকের কাছে পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের লিখিত অভিযোগ জানিয়ে রাস্তা তৈরি ও সংস্কারের বরাত বাতিলের দাবি জানান বিক্ষোভকারীরা। অভিযোগ পেয়ে এদিনই ওই পঞ্চায়েতের প্রধান তথা স্থানীয় কংগ্রেস নেতা মহম্মদ হককে ডেকে পাটা বিডিও অমূল্যচন্দ্র সরকার। বির্তকিত কাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিডিও বলেন, “বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্লক প্রশাসন তদন্ত শুরু করেছে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।” রায়গঞ্জের মহকুমাশাসক সমীরণ মণ্ডলও জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চায়েতের প্রধান মহম্মদ হক সাহেব অবশ্য অভিযোগ মানতে চাননি। তাঁর পাল্টা দাবি, পঞ্চায়েতের আইন মেনেই রাস্তা তৈরি ও সংস্কারের বরাত দেওয়া হয়েছে। কেউ নিজেদের স্বার্থ চরিতার্থ করতে না পেরে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে আন্দোলন শুরু করেছে। তাঁর কথায়, “তদন্ত হলেই সব কিছু স্পষ্ট হয়ে যাবে।”

তৃতীয় দোকান দিনহাটায়

কোচবিহার জেলার তৃতীয় ন্যায্য মূল্যের ওষুধের দোকানের উদ্বোধন হল দিনহাটায়। মঙ্গলবার রাজ্যের পরিষদীয় সচিব রবীন্দ্রনাথ ঘোষ মহকুমা হাসপাতাল চত্বরে দোকানটির উদ্বোধন করেন। ওই দোকানে ৬৫ শতাংশের বেশি ছাড় মিলবে। জেলা সদর ও সিতাই গ্রামীণ হাসপাতালে চালু হওয়া দোকানে নির্ধারিত দামের তুলনায় যথাক্রমে ৪৮ ও ৬০ শতাংশ ছাড় পাওয়া যায়। জেলায় ৫ মহকুমা হাসপাতাল ও ১২ ব্লক ও গ্রামীণ হাসপাতাল রয়েছে। সরকার ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালুতে উদ্যোগী হওয়ার পর ২০১৩ সালের মার্চে জেলা সদর হাসপাতালে প্রথম ওই দোকান চালু হয়। তারপর সিতাই গ্রামীণ হাসপাতালে দোকান চালু হয়। ওই তালিকায় এ দিন দিনহাটার নাম অর্ন্তভুক্ত হল। জেলাশাসক পি উল্গানাথন বলেন, “জেলায় ৬টি ন্যায্য মূল্যের ওষুধের দোকানের অনুমোদন রয়েছে। বাকি ৩টি দোকান দ্রুত চালু করা হবে।” কোচবিহারের এক সংস্থা দিনহাটা মহকুমা হাসপাতালে দোকান চালুর দায়িত্ব পেয়েছে। ২৪ ঘণ্টাই দোকানটি খোলা থাকবে। সেখানে তিনশোরও বেশি ওষুধ পাওয়া যাবে।

আজ সমাবেশ

চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার ডুয়ার্স জুড়ে জনসমাবেশ করবে চা শ্রমিক সংগঠনগুলির যৌথ মঞ্চ। মালবাজার, বানারহাট, কালচিনির পাশাপাশি জলপাইগুড়িতেও জনসমাবেশ হবে বলে জানানো হয়েছে। ১৮ জুন মজুরি বৃদ্ধির তৃতীয় ত্রিপাক্ষিক বৈঠক ব্যর্থ হয়। শিলিগুড়ির উত্তরকন্যায় সেই বৈঠকে বাগান মালিক পক্ষের সংগঠনের তরফে আগামী তিন বছরে ২১ টাকা মজুরি বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবকে শ্রমিক সংগঠনগুলি মেনে নেয়নি। চালসায় তৃণমূল শ্রমিক সংগঠনগুলি ছাড়া অন্য ২৫টি সংগঠন বৈঠকে বসে যৌথ মঞ্চ তৈরি করে। ১৬ জুলাই ফের উত্তরকন্যায় চতুর্থ বারের জন্যে ত্রিপাক্ষিক বৈঠক রয়েছে। তার আগে চাপ তৈরি করতে এই সমাবেশ। যৌথ মঞ্চের নেতা জিয়াউল আলম বলেন, “অর্ধেক দিন কাজের পর ডুয়ার্সের প্রতিটি শ্রমিকই যাতে জনসমাবেশে যোগ দেয়, তার জন্য আগে থেকেই প্রচার চালানো হয়েছে।”

কুপিয়ে খুন

বকেয়া টাকা চাওয়া নিয়ে বচসায় এক মুরগি ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠেছে এক চা শ্রমিকের বিরুদ্ধে। বুধবার সকালে ডুয়ার্সের বানারহাট থানা এলাকার বিন্নাগুড়ি হাটের কাছে ঘটনাটি ঘটেছে। নিহতের নাম মনোজ থাপা (৪৬)। তাঁর গলায় ও ঘাড়ে ভোজালির আঘাতের চিহ্ন রয়েছে। বিকালে বিন্নাগুড়ি চা বাগানে শ্রমিক তথা অভিযুক্ত সুখনাথ মুন্ডা বানারহাট থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। মাস খানেক আগে সুখনাথ ওই মুরগি ব্যবসায়ীর কাছে ছয় হাজার টাকা ধার নেন। তবে তিনি জুয়ায় তা হেরে যান বলে অভিযোগ। কয়েকদিন ধরে টাকা ফেরতের জন্য মনোজবাবু তাঁর উপরে চাপ দিচ্ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় দুই জনের বচসা হয়। বুধবার আচমকা অভিযুক্ত ভোজালি নিয়ে মনোজবাবুর উপর চড়াও হন।

সংঘর্ষে জঙ্গির মৃত্যু

পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে এক কেএলও জঙ্গির। উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র। বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ কোকরাঝাড় থানার চান্দামারি জঙ্গল সংলগ্ন গ্রামে ঘটনাটি ঘটেছে। নাম ভবানন্দ রায় (২৪)। বাড়ি কোকরাঝাড়ের ফকিরাগ্রাম থানার বালাইবাথান গ্রামে। উদ্ধার হয়েছে ৭.৬৫ মিমি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২টি গ্রেনেড, বেশ কিছু গুলি ও নথিপত্র। ২০১১-এ কেএলও-র খাতায় নাম লেখায় ভবানন্দ।

ন্যায্য মূল্যের দোকান চালু

ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু হল ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। বুধবার ওষুধের দোকানের উদ্বোধন করেন জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকার। সেখানে ৬৭ শতাংশ কম দামে ওষুধ মিলবে। এর আগে সদর, মালবাজার এবং ধূপগুড়ি হাসপাতালে ওই ওষুধের দোকান খোলা হয়েছে।

জল-যন্ত্রণা মালদহে

সবিস্তার জানতে ক্লিক করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement