আজ মমতা কোচবিহারে

কোচবিহারে ‘মাদার অ্যান্ড চাইল্ড হাব’ তৈরির কাজ শুরু হচ্ছে। আজ বৃহস্পতিবার দিনহাটার ডাকুয়ারহাটের অনুষ্ঠানমঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর ওই কাজের সূচনার আনুষ্ঠানিক ঘোষণা করার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৪ ০২:৩১
Share:

আজ কোচবিহারের নয়ারহাটে মুখ্যমন্ত্রীর জনসভা। তার আগে চলছে হেলিকপ্টার নামানোর মহড়া। ছবি: হিমাংশুরঞ্জন দেব।

কোচবিহারে ‘মাদার অ্যান্ড চাইল্ড হাব’ তৈরির কাজ শুরু হচ্ছে। আজ বৃহস্পতিবার দিনহাটার ডাকুয়ারহাটের অনুষ্ঠানমঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর ওই কাজের সূচনার আনুষ্ঠানিক ঘোষণা করার কথা।

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এক ছাদের তলায় প্রসূতি ও শিশুদের চিকিত্‌সার অত্যাধুনিক পরিকাঠামো তৈরি হবে। জেলা হাসপাতাল লাগোয়া জমি ওই হাব তৈরির জন্য চিহ্নিত করে ২০ কোটি টাকার প্রকল্প তৈরি হয়েছে। প্রথম দফায় রাজ্য সরকার ইতিমধ্যে ১৩ কোটি টাকা বরাদ্দ করেছে বলে প্রসাসন সূত্রের খবর। সরকারি সভা মঞ্চ থেকেই চ্যাংরাবান্ধা-কোচবিহার রাস্তার প্রশস্তিকরণ ও দৃঢ়করণের কাজেরও শিলান্যাস করার কথা মুখ্যমন্ত্রীর। রাজ্যের পরিষদীয় সচিব রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “জেলার উন্নয়নে পদক্ষেপ করায় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।”

হেলিকপ্টারে চেপে আজ বৃহস্পতিবার সীমান্ত শহর দিনহাটার নয়ারহাটের ডাকুয়ারহাটে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বাংলাদেশের ফুলবাড়ি সীমান্ত লাগোয়া এলাকায় সভা হবে। সভাস্থল থেকে প্রায় ৫ কিমি দূরে রসামন্তা এলাকায় হেলিপ্যাড তৈরি করেছে প্রশাসন। এ দিন হেলিপ্যাডে দু’টি হেলিকপ্টর মহড়া দিতে নামে। দুপুর ১২ টা নাগাদ বায়ুসেনার একটি কপ্টার প্রথম সেখানে নামে। ঘণ্টাদুয়েক পরে পবনহংস সংস্থার একটি কপ্টার ওই হেলিপ্যাডে নামে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement